পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(98 विफूडि-ब्रध्नांवर्णौ –নির্ভয়ে বলো । —ঠিক ? —ঠক। —আমার সঙ্গে কলকাতায় চলুন। আজই, এখুনি— go কথা শেষ করে ছুটে এসে আমার পায়ের কাছে পড়ে ফুলের মত মুখ উচু করে আমার মুখের দিকে চেয়ে বললে--চলুন। ওর চোখে মিনতি ও করুণ আবেদন । অপূৰ্ব্ব রূপে পান্না যেন ঝলমল করে উঠলে সেই অপ্রত্যাশিত মুহূৰ্ত্তে। পান্না যেন স্বন্দরী মৎস্যনারী, অনেকদূরের অথৈ জলে টানচে আমাকে ওর কুহক দৃষ্টি। সেই ভোর রাত্রেই পান্নার সঙ্গে আমি কলকাতা রওনা হই। পান্না ও আমি এক গাড়ীতে। ওর সে সহচরী কোথায় গেল তা আমি দেখি নি। তাকে ও তত গ্রাহ করে বলে মনেও হল না। তার বয়স বেশি, তাকে কেউ মুনজরে বড় একটা দেখে না । গাড়ীতে উঠে পান্না আমার সামনের বেঞ্চিতে বসলো। হু হু করে গাড়ী চলেচে, গাছপালা, গরু, পাখী, ঝোপঝাপ সটসট করে বিপরীত দিকে চলে যাচ্চে, স্টেশনের পর স্টেশন যাচ্চে আসচে ! আমার কোনো দিকে নজর নেই। আমি ৪র মুখের দিকে চেয়ে আছি, বেশি কথা বলতে পাচ্ছি নে ওর সঙ্গে, কারণ গাড়ীতে লোক উঠচে মাঝে মাঝে । এক একবার খুব ভিড় হয়ে যাচ্চে, এক একবার গাড়ী ফাকা হয়ে যাচ্চে। তখন পান্না আমার দিকে অনুরাগ ভরা দৃষ্টি মেলে চাইচে। মদের চেয়েও তার তীব্র নেশা । এক স্টেশনে পান্না বললে—তাহোলে ? ওর সেই বদমাইশ ধরনের চোখ নাচিয়ে কথাটা শেষ করে। আমি জানি, পায় খুব বদমাইশ মেয়ে, আমি ওকে দেবী বলে ভুল করি নি মোটেই। দেবী হয় স্বরবালাদের দল। দেবীদের প্রতি আমার কোনো মোহ নেই বৰ্ত্তমানে। দেবীরা এমন চোখ নাচাতে পারে ? এমন বদমাইশির হাসি হাসতে পারে ? এমন ভালমানুষকে টেনে নিয়ে ঘরের বরি করতে পারে ? এমন পাগল করে দিতে পারে রূপে ও লাবণ্যের লাস্যলীলায় ? দেবীদের দোষ, মানুষকে এরা আকৃষ্ট করতে পারে না। শুধু দেবী নিয়ে কি ধুয়ে খাবো ? আমার গোটা প্রথম যৌবন সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েচে দেবীদের সংসর্গে। দূর থেকে ওদের নমস্কার করি ।