পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S$o বিভূতি-রচনাবলী —বোলো এখানে। মাঝে মাঝে গেরস্ত বাড়ীর বেী-ঝি গঙ্গাস্বান করতে যেতো, দেখে হিংসে হোত। এখন আমার যেন আর সে রকমটা হয় না ! —না হওয়ার কারণ কী ? পান্না আমার দিকে চেয়ে সলজ্জ হেসে মুখ নিচু করলে। বললে-চ খাবে না ? খাও নি তো সকালে। না, সে তোমাকে বলা হবে না। শুনে কি হবে ? চা চড়াবো? খাবার আনিয়ে রেখেচি দিই ? —না, আমি ঝড়, ভাবওয়ালার বাসায় চা খাবার খেয়ে এলাম। তুমি তখন ঘুমুচ্ছিলে। সেইখানেই এতক্ষণ ছিলাম। —ওমা, দ্যাখে দিকি ? আমি কি করে জানবো, আমি তোমার জন্যে গরম জিলিপি জার কচুরি আনিয়ে বসে আছি। খাও খাও— . —তুমিও খাও নি তো ? সে আমি বুঝতে পেরেছি। তুমি যখন দেখলে এত বেলা হয়ে যাচ্চে, তোমার ভাবা উচিত ছিল আমার চা খাওয়া বাকি নেই। তুমি খাবারও খাও নি, চাও খাও নি নিশ্চয়ই ? ছি, নাও চড়াও চা, আমিও খাবো। বাড়, মল্পিক ভাবওয়ালার ওখানে সন্ধ্যায় আমার নিমন্ত্রণ। পান্নাকেও নিয়ে ষেতে বলেছিল। o পান্নাকে বললাম সে কথা, কিন্তু ও যেতে চাইলে না। বললে—মেয়েমানুষের যেখানে সেখানে যেতে নেই পুরুষের সঙ্গে । তুমি যাও— হেসে বললাম—এত আবার শিখলে কোথায় পান্না ? —কেন, আমি কি মেয়েমানুষ নই ? -निकग्रहे । 涵 —আমাদের এ সব শিখতে হয় না। এমনি বুঝি । —বেশ ভাল কথা । ষেও না । —খাবার আমার জন্তে আনবে ? —যদি দেয়। q পান্না হাসতে লাগলো। তখন ও চা ও খাবার খাচ্চে। হাসতে হাসতে বললে—বললাম বলে যেন তুমি সত্যি সত্যি আবার তাদের কাছে খাবার চেয়ে বোসো না— বাড়, মল্পিক বসে আছে ফরাস বিছানো তক্তপোশে । লোকটা শৌখিন মেজাজের। জামায় দেখে বললে—এসো, ভায়া, বোসে । একটা কথা কাল ভাবছিলাম। আমার ” ভাবের দলে তোমরা দু’জনেই কেন এসো না । বেশ হয় তা হোলে । আমি ভাবের গান লিখবো, তোমার উনি গাইবেন । পছন্দ হয় ? আধাআধি বখর। –কিসের আধাআধি ? -বান্ধমার। স্বা যেখানে পাবো, তার আধাআধি । —জামি এর কিছুই জানি মে। ওকে জিজ্ঞেস করে দেখি।