পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झञ्चछि StyS বাকি ওদেৱ দিয়ে দেবো । —ওদের টাকা এখন দিতে হবে কেন ? কণ্টাক্ট রেজিষ্ট্রি হবার সময়টাকা দিলেই চলবে। --না, না, এ তো বায়না । আম্বোর হালদার অত কাচা কাজ করে না শুর। —বেশ । রেখার ডাক পড়িল পুকুর-ঘাটে। অঘোরবাৰু বলিলেন—রেখা বিবি, লেখাপড় জানো তো ? ফর্ম সই করতে হবে এখুনি। —আবার রেখা বিবি ? —বেশ, কি ব’লে ডাকতে হবে, শিখিয়ে দাও না হয় ! —কেন, রেখা দেবী পোস্টারে লেখা থাকে দেখেন নি কখনো ? রেখা বিবি বললে আমি জবাব দিই নে। ৰলিয়া রেখা নাক উচু করিয়া গৰ্ব্বিতভাবে মুখ ঘুরাইয়া লইয়া চমৎকারভাবে সপ্রমাণ করিল যে, সে একজন স্বনিপুণ অভিনেত্রী--যদিও ভঙ্গিটা বিলিতি ছবির অভিনেত্রীদের হুবহু নকল । অঘোরবাৰু বলিলেন—এখানে সই করে, বেশ পষ্ট ক’রে লেখে— রেখা নিজের ব্লাউজের বুকের দিকটা হইতে ছোট একটা ফাউণ্টেন পেন বাহির করিতেই অঘোরবাবু বলিয়া উঠিলেন—আরে, বলে কি ! তোমার আবার ফাউণ্টেন পেন বেরুলো কোথা থেকে-য়্যা ! তুমি দেখচি কলেজের মেয়ে কি ইস্কুলের মাস্টারনী বনে গেলে ! বলি, কালি-কলমের সঙ্গে তোমার কিসের সম্পর্ক, জিজ্ঞেস করি ? টাকাটা লেখে, টাকা ! -—কত টাকা ? যথেষ্ট অপমান তো করলেন। —মাছের মায়ের পুত্র-শোক ! অপমান কিসের মধ্যে দেখলে ? সত্তর টাকার মধ্যে ৰায়না আজ পাচ টাকা । রেখা রাগ করিয়া কলম বন্ধ করিয়া ৰলিল—পাচ টাকা ? চাই না, দিতে হবে না। পাঁচ টাকা এ্যাডভান্স, নিয়ে যারা কাজ করে, তারা একৃষ্ট ভিড়ের সিনে প্লে করে–আর্টিস্ট নয় । আমাদের অপমান করবেন না। —কত চাও রেখা দেবী, শুনি ? —অৰ্দ্ধেক—পয়ত্রিশ টাকা—থাটি-ফাইভ, রুপিজ । —থাকৃ থাকৃ, আর ইংরিজি বলতে হবে না । দিচ্চি আমি, তাই দিচ্চি। আমাদের একটু নাচ দেখাবে তো ? লেখে টাকাটা। —পরে হবে-এখন । । —এখনই হবে, ক্যাপিটালিস্ট দেখতে চাচ্ছেন—ওঁর ইচ্ছে এখানে সকলের বড়। রেখা দ্বিরুক্তি না করিয়াই পেশাদার মৰ্ত্তকীর সহজও বহুবার-অভ্যস্ত ভঙ্গিতে পুকুর-স্বাটের চাওড়া চাতালের উপর আধুনিক প্রাচ্য-নৃত্য শুরু করিল। রেখা কৃশাঙ্গী মেয়ে। নাচের উপযুক্ত দেহের গড়ন বটে—জ্যোৎস্ব রাত্রে নৃত্যরত তরণীর বিভিন্ন লাস্তভঙ্গি দেখিয়া গদাধর