পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দম্পতি - &తూ একদিন তাহাদের স্টুডিওর একটি মেয়ে, শোভার বিশেষ বন্ধু, শচীনকে তাকিয়া বলিল —শুঙ্কুম, আপনাকে একটি কথা বলি। —এই যে অলকা দেবী—ভালো তো ? কি কথা ? —কথাটা খুব গোপনে রাখবেন কিন্তু । আপনি শোভাকে জানেন অনেকদিন থেকে, তাই আপনার কাছে বলচি, যদি আপনার দ্বারা কিছু কাজ হয় । শচীন বিস্ময়ের স্বরে বলিল—শোভার সম্বন্ধে কথা ? অামায় দিয়ে কি উপকার—বুঝতে পরিচি নে । —শোভা এ স্ট,ডিও ছেড়ে ভারতী ফিল্ম, কোম্পানিতে ঢোকবার চেষ্টা করচে—জানেন না ? সেখানে চিঠি লিখেচে । শচীন মূঢ়ের মত দৃষ্টিতে মেয়েটির মুখের দিকে চাহিয়া অবিশ্বাসের স্বরে বলিল—‘ভারতী ফিল্ম, কোম্পানি’ ? সে তো আমাদের গদাধরের। e —সে-সব জানি নে মশাই, ওই যে যাদের ‘ওলট-পালট ব'লে ছবিটি একেবারে মার খেয়ে গেল । —বুঝেচি, জানি—তারপর ? সেখানে যেতে চাইচে শোভা ? —যেতে চাইচে মানে, চিঠি লিখেচে. দরখাস্ত করেচে---যাকে বলে মশাই—যাওয়ার জন্তে ক্ষেপে উঠেচে ! —তার মানে ? —আমি কিছু বুঝতে পারটি নে। সেইজন্যেই আপনার কাছে বলা । —এখানে ডিরেক্টরের সঙ্গে ঝগড়া হলো নাকি ? —সে-সব না। ওর সঙ্গে আবার ঝগড়া হবে কার? আমি কিছু বুঝচি নে। ভারতী ফিল্ম, কোম্পানি একটা ফিল্ম বার ক’রে ষা নাম কিনেচে—তাতে ওদের ছবি বাজারে চলবে না ! যতদূর আমি জানি, ওদের পয়সা-কড়িরও তেমন জোর নেই—ওখানে শোভা কেন যেতে চাইচে, এ আমার মাথায় আসে না কিছুতেই । —আপনি বুঝিয়ে ব’লে দেখুন মা, অলকা দেবী ? —আমি কি না বুঝিয়েচি, অনেক বারণ করেচি। ওর ব্যাপার জানেন তো ? যখন স্বা গো ধরবে, তা না করে ছাড়বে না । খেয়ালী-মেজাজের মেয়ে—এখানে ওর কণ্ট ক্টি রয়েচে এক বছরের। এরা নালিশ ক’রে দেবে, তখন কি হবে ? —সে তো জানি ! —আবার বুঝে-মুঝে চলতেও ওর জোড়া নেই! যেখানে, যখন বুঝতে চাইবে সেখানে অঙ্ক কষবে—অথচ কেন অবুঝ হলো এমন ষে--- -ह । —আপনি একবার বুঝিয়ে বলুন না শচীনবাৰু। আমার মনে হয়... -ञांऋ, ८ऋषि काङलूव्र कि श्ब्र । - वि० ब्र- ss-४१