পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਿਦਿ। २२* কথাটা বলিয়া ভড়মশায় অগ্রসর হইবার উপক্রম করিতেই আবার পশ্চাৎদিক হইতে শব্দের আকর্ষণ"-কেউ, বাত মানেগা নেহি ? মত যাও•••লোঁটুকে আও••• অগত্যা ভড়মশায়কে ফিরিতে হইল। এই বয়সে শেষে কি একজন খোটার কাছে অপমানিত হইবেন ? ওই দেখা যায় একটা সুপারি গাছ”তার পাশেই মস্ত বড় পুকুর । পুকুরের ওপারে টিনের ছাদ-আঁাটা মস্ত একটা গুদামের মতো। সেখানে কত লোক চলিতেছে ফিরিতেছে... সকলেই যেন খুব ব্যস্ত। ভড়মশায় ভিতরে ঢুকিতে না পাইয়া নিজের নিরুপায় অবস্থার কথা ভাবিতে ভাবিতে নিশ্চিত বুঝিলেন যে, ঐখানেই ছবি তোলার কাজ হইতেছে। তারপর দ্বারবানের নিকটে আসিয়া সে কি আকুতি দ্বারবান ভিতরে যাইতে দিবে না ; ভড়মশায়কেও যাইতেই হইবে । মিনতি যখন কলহে পরিণত হইবার উপক্রম, এমন সময় । একজন ভজলোকের সঙ্গে দেখা । ভড়মশায়কে দেখিয়া লোকটি বলিল—কাকে চান ? ওদিকে কোথায় যাচ্ছেন ? —আঞ্জে, আমি গদাধর বস্থমহাশয়কে খুঁজচি—নিবাস কাইপুর, জেলা--- —বুঝেচি ! আপনি ওখানে যাবেন না। ওখানে সেটু সাজানো হচ্চে—ওখানে যেতে দেবে না আপনাকে । মিঃ বোসের আসবার সময় হয়েচে—এখানে আপনি দাড়িয়ে থাকুন, মোটর এসে এখানে থামবে। —আজে, আপনার নাম ? ভদ্রলোক ব্যস্তভাবে বলিলেন—কোনো দরকার আছে ? শাস্তশীল রায়কে খুঁজে নেবেন এর পরে—আমার সময় নেই, যাই, আমাকে এখুনি সেটে যেতে হবে। ভড়মশায় সেখানে বোধহয় পাঁচ মিনিটও দাড়ান নাই, এমন সময়—একখানা মাঝারি গোছের লালরঙের মোটর আসিয়া তাহার সামনে লাল কাকরের রাস্তার উপর দাড়াইল । ভড়মশায় তাড়াতাড়ি আগাইয়া গেলেন, কিন্তু দেখিলেন, মোটর হইতে নামিল ছুটি মেয়ে, হাতে তাদের ছোট ছোট ব্যাগ—তাহারা নামিয়াই দ্রুতপদে পুকুরের পাড়ে চলিয়া গেল । § আরও কিছুক্ষণ পরে আর-একখানি মোটর আসিয়া দাড়াইল । এবার ভড়মশায়ের বিক্ষিত ও বিস্ফারিত দৃষ্টির সম্মুখে নামিলেন, গঙ্গাধর ও র্তাহার সঙ্গে একটি স্ববেশ মহিলা। ভড়মশায় চিনিলেন, মেয়েটি সেই শোভারাণী মিত্র। ড্রাইভারের পাশের আসন হইতে তকৃমা-পরা এক ভৃত্য নামিয় তাহাদের জন্য গাড়ীর দোর খুলিয়া সসন্ত্রমে একপাশে দাড়াইয়াছিল, সে এবার একটা র্যাগ হাতে র্তাহাদের অনুসরণ করিল। ভড়মশায় আকুলকণ্ঠে ডাকিলেন-বাৰু, বাৰুকিন্তু পিছনের ভৃত্যটি একবার তাহার দিকে চাহিয়া দেখিল মাত্র, গদাধর ও মহিলাটি ততক্ষণে ক্রতপদে পুকুরের পাড়ের রাস্তা ধরিয়াছে, বোধ হয় ভড়মশায়ের ডাক তাহাজের কামে পৌছিল না ।