পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুঁশল পাহাড়ী وذويفا —ঠক নিয়ে যাবো, চলো । —বেশি জঙ্গলের দিকে নিয়ে যেও না দুলালদা, সাপ আছে । কিন্তু জঙ্গলের দিকেই ওদের যেতে হল । তারপর ফাকা জমি ও ষাড়বৈচির ঝোপ । অনেক দূরে বিল দেখা যাচ্চে । ফাকা মাঠে বর্ষার দরুন অনেক জল বেধেছিল । বড় বড় ঘাস মাঠের মধ্যে। জলে জলাকার চারিদিক। বিমল খানিক দূৰ্ব মাঠ দিয়ে যেতেই হঠাৎ চিৎকার করে উঠলো—সাপ ! সাপ! তারপর লাফিয়ে উঠলো মাটি থেকে হাত-দুই । সে কি বেজায় লাফ রে বাবা ! দুলাল বল্লে—কি ? কি ? কোথায় সাপ ? —আবার সাপ—সর্বনাশ ! ও মা, ও বাবা, মেরে ফেললে—কিলবিল করচে সাপ! —দেখি—এত সাপ কোথেকে আসবে।--দেখি— জুলাল পল্লীগ্রামে অনেকবার এসেচে, এত সাপের ভিড় ফাঁকা মাঠে, বিশ্বাস তে হয় না । মাথা নিচু করে জলের মধ্যে চেয়ে দেখেই দুলালের সারা গা যেন কেমন করে উঠলো, ওগুলো কি রে বাবা ! অত সাপ ? ঘাসের মধ্যে দুলাল ভালো দেখতেই পাচ্ছিল না । বিমল ততক্ষণ দৌড়ে গিয়ে আর এক জায়গায় দাড়িয়েছে মাঠের মধ্যে । দু সেকেণ্ড দাড়াবার পরে সেখান থেকেও লাফিয়ে উঠলো । চেচিয়ে উঠলে—সাপ ! সাপ ! আমায় কামড়ে দিয়েচে—দুলালদী রে, মেরে ফেলেচে আমাকে— জুলালের সন্দেহ হল । ভয় চলে গিয়েচে ততক্ষণে, তারও পায়ে কামড়েচে, পায়ের তল। দিয়ে তখনও চলে যাচ্চে । এত সাপ কোথা থেকে আসবে ? চেয়ে দেখলে ঘাসের মধ্যে ঘাড় নিচু করে । জলের মধ্যে ভালো দেখা যায় না । ঘোলা জল অনেক জায়গায় । একস্থানে দূৰ্ব্বাঘাসের বনের ওপর অগভীর চওড়া স্থানে জল বেধেছে। সেখানে গেছে চেয়ে দেখে দুলাল অবাক হয়ে গেল । চোখকে বিশ্বাস করা যায় না । মুখ তুলে বল্লে—বিমল, বিমল, দৌড়ে—শীগগির স্বাখ এসে— বিমল সাপের ভয়ে কাঠ হয়ে দাড়িয়ে ছিল । তার বিশ্বাস হয়েছিল, তাকে একটা নয় অসংখ্য সাপে কামড়েচে । সে আর নেই। সে পঞ্চভূতে মিশে যাওয়ার প্রথম ধাপে । দুলাল দাত-মুখ খিচিয়ে বল্লে—শীগগির আয় হতভাগা— দুজনে ঘাড় নিচু করে ঘাসের মধ্যে দেখতে লাগলোঁ—জল সেখানে অগভীর, কিন্তু দশ বিশ গগু বড় বড় কৈ মাছ সারবন্দী ভাবে সেই জল পার হয়ে চলেচে উত্তরমুখে । তার পাশে আর এক জায়গায় তেমনি দশ বিশ গণ্ড । দুলাল হঠাৎ দৌড়ে গিয়ে, বিমল যেখানটিতে দাড়িয়ে সর্পদষ্ট হয়েছিল, সেখানে পৌঁছে জলের মধ্যে হাতড়াতে হাতড়াতে বললে—উঃ রে মাছের বাক! কত মাছ রে ! দু পাচ শো 1 বিমলও এসে দেখলে । দেখবে কি, পাগলের মত হয়ে উঠলো দুজনে । दि. ब्र, s s-२8