পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৪১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুশল পাহাড়ী ©20 ও-বসলে আমারই পাশে । বসে বল্পে, কি ? —আমি ভাবচি, এখান থেকে চলে যাবো। অনেকদিন হল এসেচি । —যাবে? আর আমি ? আমাদের বাড়ীঘর ? —ভক্তদাস তো রইল। ও তোমার দেখাশুনে করবে। আমিও মাঝে মাঝে সময় পেলে এসে দেখে যাবো | —আমি যাবো তোমার সঙ্গে— —কোথায় যাবে ? তা ছাড়া—ঘরবাড়ী, গরুবাছুর, গোলা, জমিজমা, এসব কি হবে ? —ওসব ভক্তদাস নিকৃ। আমার ওতে দরকার নেই। সত্যি বলচি বাবুজি । কি হবে গরুবাছুর আর ঘরদোরে ? তুমি যাকে হয় বিলিয়ে দিয়ে যাও। আমি এখানে থাকবে না- - আমার ভাল লাগবে না— কথা শেষ করে ও মিনতির স্বরে আমার হাত দুটি ধরে বল্লে—আমায় ফেলে কোথাও যেও না বাবুজি ! বলে, যাবে না ? আর যদি যাও আমায় নিয়ে যাবে ? এখানে থাকবে কার কাছে তা বলে ? —কেন, ভক্তদাস ? —না, আমি থাকবে না । ভক্তদাস মরে গেলে তখন কার কাছে থাকবে ? —সে ব্যবস্থা হয়ে যাবে তখন | —না, ব্যবস্থাতে দরকার নেই বাবুজি ! আমি তোমার সঙ্গে যাবোই। আমি পড়ে গেলাম মহা ফাপরে ওর কথা শুনে । এতক্ষণ নির্জনে বসে এই কথাই কিন্তু আমি ভাবছিলাম। ব্লাখনিকে নিয়ে কি করি এই হয়েচে আজকাল আমার বড় ভাবনার কথা । আমি চুপ করে আছি দেখে রাখনি বল্পে, শুনবে বাবুজি আমার একটা কথা ? -कि ? —আমাকে এখান থেকে নিয়ে চলো | আমাকে শাদি করতে হবে না তোমাকে চলে৷ তুমি আর আমি কোথাও গিয়ে ভগবানের নাম করি । কি হবে এখানে থেকে ? ভালো লাগে না | 象 আমি ওর মুখের দিকে অবাক হয়ে চাইলাম। পনেরো বছরের মেয়ের মুখে এ কথা সত্যিই আশ্চৰ্য্য। রাখনি এই বয়সে সংসার-বিরাগিণী হয়ে উঠলো কি ভাবে ! আমি বল্লাম—সত্যি ? যাবে ? ও জোর করে বল্লে—নিশ্চয়ই যাবো । নিয়ে চলে আমাকে । এখানকার বিষয়-আশয় বিলিয়ে দাও কাউকে, নয়তো ভক্তদাসকে দাও, ও থাকুক এ বাড়ীতে ভগবানের নাম করিগে চলো । গেলাম একদিন সত্যিই ওকে নিয়ে চলে। এলাম গগুক নদী পার হয়ে, গোরখপুর হয়ে, কাণী। সঙ্গে ছিল প্রায় চার পাচশো টাকা আর রাখনির মায়ের অনেক সোনার গহন । কাশী থেকে গেলাম হরিদ্বার। এদিকে তখন আমার মনে ভয় হয়েচে নাবালিকা মেয়েকে