পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( هاله ) करण बूषिबाहि-भङ भठ कूण&श् कौऎकटे हहेब ब श्रृंश्मम्श् िमहे इहेरणe प्रक्शिंब्राप्नौग्न সমাজের মৃত কুলাচাৰ্য্যগণের গৃছে এখনও শত শত কুলগ্রন্থ রহিয়াছে এবং যন্ধাভাবে বহু কুলগ্রন্থ দিন দিন নষ্ট হইতেছে। অথচ তাহদের বংশধর বা আত্মীয়স্বজনগণ ঐ সকল গ্রন্থ হস্তান্তর করিতে প্রস্তুত নহেন i ঐ সকল জাতীয় গ্রন্থ ধ্বংসের মুখ হইতে রক্ষা করিবার চেষ্টা করা সামাজিকগণের একান্ত কৰ্ত্তব্য । র্যাহাঁদের সাহায্যে দক্ষিণরাঢ়ীয় কুলগ্রন্থ সংগ্রহে সমর্থ হইয়াছি, তাহদের অধিকাংশই ইহলোক পরিত্যাগ করিয়াছেন, তন্মধ্যে নড়াইল হাটবাড়িয়ার প্রসিদ্ধ জমিদার স্বর্গগত গোবিন্দচন্দ্র রায়, স্বর্গগত রায় বিনোদবিহারী বসু, পাজিয়া-নিবাসী রাজ পার্শ্বনাথের বংশধর স্বর্গগত রমেশচন্দ্র বসু, এবং রাজা রাধাকান্ত দেবের দৌহিত্র আমার গুরুস্থানীয় স্বর্গগত আনন্দকৃষ্ণ বস্থ মহাশয়ের নাম বিশেষভাবে উল্লেখ করিতেছি । র্তাহীদের প্রদত্ত উপকরণ ভিন্ন আমি অনেক বিষয় প্রকাশ করিতে সমর্থ হইতাম না । অনেকেই অবগত আছেন, স্বর্গগত রায় নন্দলাল বসু মহাশয়ের উদ্যোগে দক্ষিণরাঢ়ীয় কায়স্থকারিক" নামক স্ববৃহৎ গ্রন্থ প্রকাশিত হয়। এই বিশাল গ্রন্থের কএক সংখ্যা প্রকাশের পর কেহ কেহ বসু মহাশয়কে প্রকাশিত খণ্ডে অনেক ক্ৰটি দেখাইয়া দেন। ভবিষ্যতে যাহাতে ক্রটি না থাকে এই উদ্দেশ্রে বন্ধ মহাশয় তখনকার প্রধান কুলাচাৰ্য্য দীনবন্ধু ঘটক কুলভূষণ, ঈশানচন্দ্র ঘটকরাজশিরেমণি, ও বিজয়কৃষ্ণ ঘটকশেখরের সংগৃহীত কুলপঞ্জিকাগুলি হস্তগত করেন। তদনুসারে কায়স্থকারিক ছাপাইবার ব্যবস্থা হয়। তাহার উপযুক্ত জ্যেষ্ঠ পুত্র ও আমার হিতৈষী বন্ধু রায় বিনোদবিহারী বস্থ মহাশয় আমার জাতীয় ইতিহাসে ব্যবহারের জন্ত সেই সমস্ত কুলগ্রন্থ প্রদান করেন । পরমাষ্ট্ৰীয় রমেশচন্দ্রের নিকট পাজিয়ার ঘটকরুত্ব নন্দরাম মিত্রের পুথি প্রাপ্ত হই । ষ হার উৎসাহে আমি বঙ্গের জাতীয় ইতিহাস রচনায় অগ্রসর হই, সেই গোবিন্দচন্দ্র রায় মহাশয় তাহার পিতৃদেব স্বর্গগত গুরুদাস রায় মহাশয়ের সংগৃহীত কুলগ্রন্থগুলি দিয়া গিয়াছেন । তিনি নিজের পানীতে উপযুক্ত লোক সঙ্গে দিয়৷ যশোর জেলাস্ত সমস্ত প্রসিদ্ধ ঘটকের গৃহে আমায় পাঠাইয়া দেন। এই সময় আমি রাধামোহন বাচস্পতি, ঘটক সাৰ্ব্বভৌম, ঘটকরত্ন শস্তুবিগুনিধি, কাশীরাম বশ্ন প্রভৃতির গৃহে তাহদের রচিত ও সংগৃহীত বহু কুলপঞ্জিকা ও কুলকারিক বা ঢাকুর সংগ্ৰহ করিতে সমর্থ হই। এ ছাড়া আমি পাজিয়ায় গিয়া ঘটকরুত্ব নন্দরাম মিত্রের গৃহ হইতে বছ কুলগ্রন্থ সংগ্ৰহ করিয়া আনিয়াছি, তন্মধ্যে র্তাহার গৃহে রক্ষিত জিজ্ঞাসার’ ASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS (৯) স্বর্গগত বম্ব মহাশয় বহু অথব্যয়ে ঐ সমস্ত কুলপঞ্জিকা সংগ্ৰহ করিলেও ঐ সকল পুথি ও মুদ্রিত কায়স্তৃকারিক মিলাইয়া বুঝিeেfছ যে কায়স্থকারক মুদ্রণকালে কেবল ঈশানচন্দ্র ঘটক রাজশিরোমণির পুথি ছপা হইয়াছে। অপর নানা পুথি মিলান হয় নাই, এ কারণ কায়স্থকারিকায় অনেকের বংশ ও অংশ ছাড় হুইয়াছে। এই গ্রন্থের ৮ম অধ্যায়ে নানাস্থানের পুথি মিলাইয়। কায়স্তৃকারিকার প্রম ও অভাবগুলি পূরণ করিবার চেষ্টা করিয়াছি । এ সম্বন্ধে আমার প্রিয়পুর শ্রমা বিশ্বনাথ আমাকে যথেষ্ট সাহায্য করিয়াছে।