পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের জাতীয় ইতিহাস দক্ষিণজ্জাভুীজ কাজ্জস্থৰচণ b : അങ്ങ-ത്ത প্রথম অধ্যায় গৌড়ের আদি কায়স্থ-সমাজ এদেশের অনেকের বিশ্বাস,--গৌড়দেশে যে সকল অভিজাত কায়স্থবংশ বাস করিতেছেন, র্তাহীদের বীজপুরুষগণ পশ্চিমাঞ্চল হইতে এদেশে আসিয়াছেন। আমাদেরও বহুকাল এই বিশ্বাস ছিল। আমাদের পূর্বপুরুষগণের পূর্ববাস পশ্চিম প্রদেশই মনে করিতাম। এমন কি অঙ্গ’ ‘বঙ্গ’ নাম করিলেই প্রচলিত মমুসংহিতা-বর্ণিত ‘পুনঃসংস্কারযোগ্য স্থান মনে হইত, কিন্তু পুরাতত্ত্ব উদ্ধার এবং নব নব শিলালেখ ও তাম্রশাসন আবিষ্কারের ফলে আমাদের পূৰ্ব্বের বিশ্বাস ক্রমেই ভ্রান্ত বলিয়া প্রতিপন্ন হইতেছে। কিছুদিন পূর্বে মনে করিতাম, মহারাজ আদিশূরের সময় হইতেই গৌড়ে যাগযজ্ঞ সম্পন্ন করিবার জন্ত ব্রাহ্মণ ও কায়স্থের অভু্যদয় হইয়াছিল। কিন্তু এখন প্রত্নতত্ত্বের নুতন আলোকে দেখিতেছি, আদিশূরের অভু্যদয়ের বহু পুৰ্ব্বে এমন কি খৃষ্টীয় পঞ্চম শতকে গোড়দেশের নানা স্থানে বৈদিক যজ্ঞানুষ্ঠানের জন্ত বহু বেদজ্ঞ ব্রাহ্মণ প্রতিষ্ঠিত হইয়াছিলেন, তাহীদের কার্য্য লক্ষ্য রাখিবার বা রাজকীয় ব্যাপার তত্ত্বাবধানের জন্ত বহু উচ্চপদে কায়স্থ কৰ্ম্মচারী নিযুক্ত ছিলেন । বারেন্দ্ৰ কায়স্থকাণ্ডে দেখাইয়াছি—গুপ্তসম্রাট, কুমারগুপ্ত, বুধগুপ্ত ও ভামুগুপ্তের শাসনাধিকারকালে ৪৪৩ খৃষ্টাব্দ হইতে ৫৩৩ খৃষ্টাব্দ পর্য্যস্ত সেই সেই গুপ্তসম্রাট গণের অধীনে মিত্র, দত্ত, দাস, নন্দী, পাল ও ভদ্র উপাধিধারী রাজপুরুষগণ কোটিবর্ষ বা উওর বীরেন্দ্র ( বর্তমান দিনাজপুরের অধিকাংশ ) শাসন করিতেন । ইহারই অব্যবহিত পরে মহারাজ ধৰ্ম্মাদিত্যদেব, গোপচন্দ্রদেব ও সমাচারদেবের সময়ে বারকমণ্ডল বা সমুদ্রতরঙ্গ-বিধৌত নিম্ন গৌড়ে দত্ত, মিত্র, খৃষ্টীয় ৫ম শতকে গৌড়ীয় কায়স্থ 00S DDDD DDD DDDDS DBB DDDDS DDDDS DDDDDDD DDHHS DAJAAAS AAAAA gS ब्रटेक्] ।