পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ের আদি কায়স্থসমাজ ] দক্ষিণরাষ্ট্ৰীয় কায়স্থকাণ্ড C; অর্পণ করিয়াছিলেন। অশোকের স্তন্তলিপিতে স্পষ্ট ঘোষিত হইয়াছে, “যেমন কোন ব্যক্তি উপযুক্ত ধাত্রীর হস্তে শিশুকে ন্যস্ত করিয়৷ শান্তি বোধ করে এবং মনে মনে বলিয়া থাকে, ধাত্রী আমার শিগুটীকে ভাল করিয়াই রাখিবে, আমিও সেইরূপ জনপদগণের মঙ্গল ও মুখের জন্ত রাজুককে দিয়া কাৰ্য্য করিতেছি। আমি পুরস্কার ও দণ্ডবিধানে রাজুকগণকে সম্পূর্ণ স্বাধীনত দিয়াছি । র্তাহার রাজকীয় কার্য্যে সমতা দেখাইবেন, দণ্ডবিধানেও সমতা দেখাইবেন ।” বলা বাহুল্য সম্রাটু অশোকের আধিপত্যকালে সৌরাষ্ট্রে এবং প্রাচ্য ভারতে রাজুকগণ বিশেষ ভাবে প্রতিষ্ঠিত এবং দগুমুণ্ডের কৰ্ত্ত ছিলেন। প্রাচ্যভারতের রাজুকগণেরই আত্মীয় স্বজন ও বংশধরেরাই বাসস্থান অনুসারে গোড়কায়স্থ নামে পরিচিত হইয়াছিলেন । কেবল শাসনবিভাগে বলিয়া নহে, অশোকের ধৰ্ম্মাধিকরণেও রাজুকগণ ধৰ্ম্মমহামাত্র’ পদে অধিষ্ঠিত হইয়াছিলেন । এই সৰ্ব্বশ্রেষ্ঠ অমাত্য পদ পূৰ্ব্বে কেবল উপযুক্ত ব্রাহ্মণগণই ভোগ করিতেন \ নন্দবংশ ও মৌর্য্য চন্দ্রগুপ্তের শাসনাধিকারে জৈন ও বৌদ্ধধৰ্ম্ম প্রবল হইলেও সেই সকল সম্রাট্রগণের সময়েও উপযুক্ত ব্রাহ্মণগণই শ্রেষ্ঠ ধৰ্ম্মাধিকারে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু সম্রাটু অশোক রাজুক বা কায়স্থগণকে কেবল শাসনকর্তৃত্ব নহে, ধৰ্ম্মাধিকারের সর্বশ্রেষ্ঠ ধৰ্ম্মমহ+ মাত্র’ পদে প্রতিষ্ঠিত করায়ু সমগ্র ব্রাহ্মণসমাজের ঘোরতর বিদ্বেষ ও আপওির কারণ হইয়াছিল । এই দায়িত্বপূর্ণ মহোচ্চ পদের মৰ্য্যাদা রক্ষা করিবার জন্ত রাজুককে সৰ্ব্বশাস্ত্রে অভিজ্ঞতা লাভ করিতে হইয়াছিল। এই কারণেই তাহার বংশপরম্পরায় সকল উচ্চ শাস্ত্র অধ্যয়ন করিতেন । এই গৌড় কায় ঃ মধ্যে পরবর্তী কালে বহু ধৰ্ম্মাচাৰ্য্য ও বহু শসাধারণ পণ্ডিত জন্মগ্রহণ করিয়া গৌড়বঙ্গ আলোকিত করিয়া গিয়াছেন, তাহাদের বংশধরগণ মধ্যে যাহারা গৌড় ত্যাগ করিয়া প্রবল পরাক্রাস্ত বিভিন্ন হিন্দু রাজসভায় খ্যাতি প্রতিপত্তি লাভ করিয়৷ ছিলেন, তন্মধ্যে কলঞ্জর ও চেদি রাজসভায় খৃষ্টীয় ১০ম ও ১২ শতকে সম্মানিত গৌড় কায়স্থ গুরুর প্রতিদ্বন্দ্বী মন্ত্রণ বিষয়ে অগ্রণী ও অসমশাস্ত্রভিজ্ঞ’ বলিয়। পরিচিত হইয়াছেন " প্রাচীন কাল হইতে গৌড়বাসী বা গৌড়ীগত বিভিন্ন দেশবাসী কায়স্থের যে বিদ্যাৰত্ত ও রাজকৰ্ম্মকুশলতার পরিচয় পাওয়া যাইতেছে, তাহদের পূর্বপুরুষ ধৰ্ম্মমহামাএগণের বংশ । পরম্পরালব্ধ প্রকৃতিসিদ্ধ সংস্কারের অতীত স্মৃতির সাক্ষ্য । গৌড় কায়স্থগণ নীনাদেশের রাজসভায় অনেক উচ্চকাৰ্য্যে নিযুক্ত ছিলেন এবং মহাবীর ও অদ্বিতীয় পণ্ডিত বলিয়াও খ্যাতি লাভ কবেন। ( * ) Epigraphia Indica, Vol, II, p. 252-253, atqarrie »s sèl už aj ( v ). Vincent Smith's Asoka, ( 2"d Ed ) SSS SBBBBBBBBD DBBBBBBBBBBBBBS BBB B BBBBBS Epigraphia Indica, Vol I. p. 36