পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

! বঙ্গের জাতীয় ইতিহাস [ ७धंथंग ठाशTांग्र نوټb শিল ফলকে কোন সন তারিখ নাই। কামরূপনৃপতি জয়পাল দেব তুলাপুরুষরূপ মহাদান উপলক্ষে ৯০. সুবর্ণ এবং ১. স্ববর্ণ আয়যুক্ত ভূমির শাসন দান করিলেও পণ্ডিতপ্রবর প্রহাস তাহা গ্রহণ করেন নাই, ২ এরূপ প্রসঙ্গ আছে। সুতরাং কামরূপপত জয়পাল দেবের সময়ে প্রহাস জীবিত ছিলেন এবং সেই সময়ে শিলাফলক উৎকীর্ণ হয়। শ্ৰীনারায়ণের ‘ছন্দোগপরিশিষ্টপ্রকাশ’ হইতে জানা যায় যে তাহার পূৰ্ব্বপুরুষ মহারাজ জয়পালের নিকট হইতে মহাদান গ্রহণ করিয়াছিলেন ১ ও শেষোক্ত জয়পাল গোড়াধিপ দেবপালের ভ্রাত। ছিলেন । কোন কোন পুরাবিদ মনে করেন, সিলিমপুর-শিলাফলক ও ছন্দোগপরিশিষ্টপ্রকাশ’ বার্ণত জয়পাল দুই জন বিভিন্ন ব্যক্তি। কিন্তু মহাদানকারী উভয় জয়পালকে আমরা অভিন্ন ব্যক্তি মনে করি। আমরা অন্তত্ব দেখাইয়াছি—দেবপালের ভ্রাতা জয়পাল একজন দিগ্বিজয়ী মহাবীর ছিলেন। তাহারই বীরত্ত্বে দেবপাল সমগ্র আর্য্যাবৰ্ত্ত এমন কি কর্ণাট-লাট পৰ্য্যন্ত জয় করিয়া সম্রাট হইয়াছিলেন। নারায়ণপালের ভাগলপুরুলিপিতে জয়পাল সম্বন্ধে বর্ণিত হইয়াছে,—‘উপেন্দ্রের স্তায় চরিতমাহাক্স্যে জগৎকে পবিত্র করিয়া ও ধৰ্ম্মদ্বেষিগণকে যুদ্ধে শাসন করিয়া জয়পাল পূৰ্ব্বজ দেবপালকে ভুবনরাজ্য-মুখের অধিকারী করিয়াছিলেন। ভ্রাতার নির্দেশক্রমে সেই মহাবীর দিগ্বিজয়ের আশায় চতুদিকে ধাবিত হইলে দূর হইতে র্তাহার নাম শুনিয়া উৎকলাধিপতি ব্যাকুল হইয় রাজধানী পরিত্যাগ করেন এবং তাহার আজ্ঞা শিরে ধারণ করিয়া প্রাগজ্যোতিষের অধিপতি যুদ্ধসংক্রান্ত বাদানুবাদে ক্ষান্ত হওয়ায় প্রিয়জন পরিবৃত হইয়া চিরমুখী হইয়াছিলেন ।” - এই জয়পাল প্রাগজ্যোতিষ বা কামরূপ বিজয় করিয়া অধিপতিরূপে তুলাপুরুষ করিয়া থাকিবেন ; তাহাতে নিষ্ঠাবান বৈদিক প্রহাস নিমন্ত্রিত হইয়াছিলেন । কিন্তু তিনি বৌদ্ধ ভূপতি জয়পালের নিকট মহাদান গ্রহণ করেন নাই। জয়পাল গোঁড়াধিপ দেবপালের সময়ে (৮৩৪ হুইতে ৮৭৪ খৃঃ অদ মধ্যে) বিদ্যমান ছিলেন । সুতরাং সিলিমপুরলিপি এই সময় মধ্যে উৎকীর্ণ হইয়া থাকিবে । বলাবাহুল্য তাহার বহু পূৰ্ব্ব হইতেই শ্রাবস্তী প্রতিবদ্ধ টঙ্কার বেদপাঠী ব্রাহ্মণ এবং নানা শ্রেণীর কায়স্থের কেন্দ্র বলিয়া পরিগণিত ছিল । T T T ব্যপ্রজন্তে পরিপরিসরন্ধামধুমদ্বিজানী झूझt८ठां१ि2यूङ१िलमग्नेछ्वलांलौ5ग्नड: :७ তৎপ্রস্থতশ্চ পুণ্ডে ধু শকটল্যবধানৰন। বরেন্দ্রীমণ্ডন গ্রামে। বালগ্রাম ইতি শ্রুত ॥৪” (Epigraphia Indica, Vol. XIll, p, 29o ) (**) “য কামরূপনৃপন্তের্জয়পালদোনামঃ তুলাপুরষদাতুত্রচিন্তাধাম:। ८९म्रt१ लडानि नव मिडीब्रभर्थीभt:भ1?नवांमtष म**ष्ठांमब्र*iननक्ष छ ।" ion 3-folatraorff (Epigraphia Indica, Vol, Xlli, p, 292 ) (৩) রাজস্তকাও, ১•৯ পৃষ্ঠ ভ্রষ্টব্য। (১৪) রাজ৭্যকাও, ১৫৯ পৃষ্ঠায় মুল প্রমাণ দ্রষ্টব্য।