পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের জাতীয় ইতিহাসন [ প্রথম অধ্যায় براذ লাভ করেন, সে কথা পূৰ্ব্বেই বলিয়াছি। গোড়কায়স্থবংশে যে সকল মহাত্মা জন্মগ্রহণ করিয়া তাহীদের বিদ্যাবত্তায় গোড়মণ্ডল আলোকিত করিয়াছিলেন, তাহীদের মধ্যে ধরবংশে মহোপাধ্যায় গয়াধর, রক্ষিত বংশে মহাচাৰ্য্য তথাগত রক্ষিত, শীলবংশে মহাপণ্ডিত দানশীল, চন্দ্রবংশে দিবাকর চন্দ্র ও বিভূতি চন্দ্র প্রভৃতি বৌদ্ধাচাৰ্য্যগণ সংস্কৃত ভাষায় বহুতর বৌদ্ধ তান্ত্রিক গ্রন্থ রচনা করিয়া যশস্বী হইয়াছেন, তিব্বতের তেক্ষুর মহাকোষে তাহীদের রচিত সেই সকল গ্রন্থের অনুবাদ রক্ষিত হইয়াছে ! দ্বিতীচ্ছন্ন আখ্যাঙ্ক ব্লাড়ের আদি কায়স্থ-সমাজ রাঢ় গৌড়দেশেরই এক প্রধান অংশ। পালি মহাবংশ পাঠে জানা যায় শাক্য বুদ্ধের আবির্ভাবের পূৰ্ব্বে ‘লাল (রাঢ় ) দেশে সিংহপুরে সিংহবাহু নামে এক পরাক্রান্ত নৃপতি রাজত্ব করিতেন। তিনি নিজ পুত্র বিজয়সিংহকে রাজ্য হইতে নিৰ্ব্বাসনের আদেশ করেন। বিজয়সিংহ সদলবলে সমুদ্রপোতে ৫৪৩ খৃষ্টপূৰ্ব্বাদে সিংহলে আসিয়া এখানকার অধীশ্বর হইয়াছিলেন এবং রাঢ়ীয় সভ্যতা প্রচারের সহিত এখানে জাতিভেদ প্রথা প্রবর্তন করেন । এই জাতিভেদপ্রথা হইতে মনে হয় যে বিজয়সিংহের জন্মভূমি রাঢ়দেশে বুদ্ধদেবের অভু্যদয়কালে চাতুবর্ণ সমাজ বিদ্যমান ছিল । এ সময় সিংহপুরই রাঢ়ের রাজধানী বলিয়া গণ্য ছিল । কিন্তু পরে দেখা যায় রাঢ়দেশে কর্ণসুবর্ণ ই প্রাচীনতর রাজধানী বলিয়। পরিচিত হইয়াছিল । খৃষ্টীয় ৬ষ্ঠ শতকে মহারাজ জয়নাগের তামশাসনে এবং ৭ম শতকে মহারাজ ভাস্করবর্মার তাম্রশাসনে ও চীনপরিব্রাজক যুঅৰু চুয়ঙ্গের ভ্রমণবৃত্তান্তে কর্ণসুবর্ণের সমৃদ্ধির পরিচয় পাওয়া যাইতেছে । যে সময়ে বারকমণ্ডলে ( পূৰ্ব্ব বারেন্দ্র ও পূর্ববঙ্গে ) মহারাজাধিরাজ ধৰ্ম্মাদিত্যদেব, গোপচন্দ্রদেব ও মহারাজাধিরাজ সমাচারদেব আধিপত্য করিতেছিলেন, তাহারই কিছু পূৰ্ব্বে পশ্চিমবঙ্গে ব। রাঢ়দেশে মহারাজাধিরাজ পরমভট্টারক মহাভাগবত জয়নাগ আধিপত্য করিতেছিলেন। BB BBBBB BBBBBB BBBBSB BBB B BBBBBBB BBBBBBB বিপ্লঘোষবাটক’ নামক গ্রাম দান করিয়াছিলেন । সেই দানপত্রের শাসনপাঠে জানা যায় ষে মহারাজাধিরাজ জয়নাগের অধীনে সামন্ত নারায়ণ ভদ্র ঔদম্বরিক শাসন করিতেছিলেন, তাহার মহারাজ জয়নাগ (১) খৃষ্টীর ১০ম শতকে রচিত প্রবোধচন্দ্রোদয়নাটকে লিখিত আছে— "গৌড়রাষ্ট্রমমুত্তমং নিরুপমা তত্ৰাপি রাঢ়াপুরী।”