পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৩ বঙ্গের জাতীয় ইতিহাস (চতুর্থ অধ্যা পষ্ঠ গুনি সবে হাসে কলরবে গুহ শুনি মনে মনে ॥ এই সঙ্গে বাস নাহি মোর আশ বঙ্গেতে চঙ্গিয় যাব। এথা থাক ভাল নাহি কোন কাল পরম লজ্জা যে পাব । ঘোষ বসু মিত্র পরম পবিত্র কুলীন হইল। তবে । গুহ গেল বঙ্গে দত্ত রৈল সঙ্গে শ্রেষ্ঠ যে মৌলিক ভাবে । ব্ৰহ্ম সংস্থাপন করিলা রাজন, দিঘী বাট ভূমিবৰ্ত্তী । নিত্য নৌতুন মানে দ্বিজের সম্মানে মহারাজ চক্রবর্তী ॥ করি যজ্ঞ কাজ সাঙ্গ মহারাজ পূজা করি দ্বিজগণে । মল্লিক। মালতী পুরে অবস্থিতি নিত্য যে নৌতুন মানে ॥ ঘোষ বসু মিয় পরম পবিত্র দত্ত যে রহিলা সাথে । পশ্চাতে ছয় ঘর আনি নৃপবর সমাজ পূরিলা তাথে ॥ দেবেতে হরিরাম পালিতে শ্রীরাম আর গিরিধর কর । সেনেতে চরণ দাসেতে শরণ সিংহেতে মুরারি ধর । কায়স্তের দশ সমাজের যশঃ কহিতে সে অনুপাম । আসি গৌড় মাঝে করিয়া সমাজে ছাড়িয়া কোলাঞ্চ ধাম ॥ কুলীনের ঘর তিন অতঃপর আদান প্রদান লবে । মেলিকের কাজ শুন মহারাজ আস্তরস দান দিবে। কবিতার ছন্দ যদি থাকে মন্দ সুজনে করিবে দোষ । - সারদার পদ আমার সম্পদ কহে মাধব বস্তু তোষ * ৩। ঘটক-চূড়ামণি কায়স্থ কারিকায় লিখিত আছে— “আদিশূর করিলেন কামেষ্টি আরম্ভণ নিম স্ত্রর আনিলেন ঋষি পঞ্চজন । সভাতে বসিল তলে মুনি পঞ্চজন । পা , মিত্র সভাসদ সহিত রাজন। পঞ্চজন কায়স্থ আছে নৃপতি সদন । স স্ত্রমে নরপতি দিলা আলিঙ্গন । জিজ্ঞাসিল নরপতি মুনিদের স্থানে । এত শুনি কয়ে তবে পঞ্চ তপোধনে । এই পঞ্চ জন হয় কায়স্থ কুমার। জিজ্ঞাসহ ইহাদিগে কি কহে উত্তর ॥ দশরথ মকরন কালিদাস কয় | শিষ্য অমুগত মোরা শুন মহাশয় ॥ দক্ষ দ্বিজ আদি করি মুনি পঞ্চজম । ইহাদের দাস হৈনু গুন সৰ্ব্বজন ॥ পুরুষোত্তম দত্ত কহে করপুটে । তোমা দরশনে আইলাম মুনি সঙ্গে বটে। দত্ত কহে ভূত্য নহি শুন মহীপাল। এক গ্রামে বসতি আছয়ে বহুকাল ॥ কায়স্থ কুঞ্জেতে জন্ম শুন নরপতি । রাঢ় দেশ দেখিবারে আইলাম সংহতি ॥ এত শুনি কহে মুনি হয়ে অগ্নিবৎ । আমাদের সঙ্গে আসি অহঙ্কার এত । দাস বলি পরিচয় কেন নাহি দিলে । এখনি তাহার ফল পাইবে অচিরে ।