পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসুবংশ । ] সমী কুলীলগঙ্গের বংশ ও অংশ । SGA তৎস্থত ১৬প ত্তে চত্রপাণিবসোঃ তৎস্থত ১৭প তে রাজীববসা গ্রামাস গোপালং প্রসাদাৎ স্বয়মেব চ। শ্রীরামং ঘোষবংশীঞ্চ রাজবো দানতে বর্ষে। সাৰ্ব্বভৌমের বাঙ্গাল কারিকায় উগ্রকণ্ঠ বসু ও তদ্বংশের অংশসম্বন্ধে এইরূপ বর্ণিত श्ध्रांप्छ् ১৩প সমু উগ্রকণ্ঠ বস্থর কুল গ্রকণ্ঠ বস্থর দান, পুণ্যফলে সম্মান, দীনাংশে ঘোষ মালাধর । দোছেই গোবিন্দ মিত্র, ধামোদরে অনুচিত, তেছেই ভরত নিদাবর । পরমানন্দ পাচছেই, 必,景 দশমাংশে মিত্র পরাশর । লক্ষ্মীপতি দোজদান, দোজগ্রহণ মিত্রে গৌরীবর ॥ তওজ কুলীনবর, পীতাম্বর করে নমস্কার । গুস্থ গঙ্গে সহজকুল, উপমাতে নাহ তুল, সাৰ্ব্বভৌম কহিলা সত্বর ॥ তৎস্থত ১৪প সমু শ্ৰীনাথ এনাথ বসুর কুলকাজ, কংসারি মিত্র পায় লাজ জঘন্তবরে মুখ্য দেবরাজ । *ঙ্কর ঘোষে তেছেই দান, জগন্নাথ অপমান, দামোদর মিত্র সলাজ ॥ অনিরুদ্ধ গরছেই দান, কেশব ঘোষ গুণ পান, তার পাছে ঘোষ বনমালী । শিশিত্রে কণ্ঠাগ্রহণ, বিদ্যাধর করেন স্মরণ, গদাধর পাছে করে কোল ॥ $ళి কণটা হইতে সন্মান, । ,চীঠ দানে মালাধর, !

কনিষ্ঠকুল মালাধর, নিন্দাংশে চোঁঠ বর, গৌরীনাথ বাড়ায় মনোনীত । সাধ্বভৌম বলেন শুন, ব্যতিক্রম ছেই মান, পুরস্কার এইত উচিত ॥ ২৪ত ১৫প সমু গরুড় । গরুড় বস্তুর দান, অনন্ত ঘোষ গুণ পান, কাশীনাথ করে অহঙ্কার । দেখিয়ু৷ দানের সাজ, মধুঘোষ পায় লাজ, , কলার চৌঁছেই ভঙ্গসার। গ্ৰহণাংশে লক্ষ্মীনাথ, বাড়ি কুল অবদত, রস ভজে সেন বনমালী । । সারভৌম বলেন শুন, ইহা দেখি মনে গণ মুখ্য মাঝে ধদি কর কেলি । তৎস্থত ১৬প সমু গুণানন্দ গুণানন্দ বসুর কুল, উপমা নাহিক তুল, দীনাংশে ঘোষ নারায়ণ । যাদব খোধ দোছেই দান, পুণ্যফলে সনমান, বিশ্বনাথ করিলা গ্রহণ ॥ না পাইয়া প্রকৃতরাজ, মনে পাইলা বড় লাজ, দৈবক্রমে ঘোষ শিবানন্দ ; সইজ কুলে সাজ, পাইয়ু প্রকৃতরাজ, সাৰ্ব্বভৌম করল প্রবন্ধ। (অতএব মুখ্যত্ব-ভঙ্গ। )