পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশেষ-ভ্ৰমসংশোধন । ৬ পৃষ্ঠায়—“অঙ্গবাকলিঙ্গেষু সৌরাষ্ট্রমগধেনু চ | তীর্থযাত্রাং পুনর্গচ্ছন্‌ পুনঃ সংস্কারমর্থতি।” এই শ্লোকটী ভৃগুপ্রোক্ত মনুসংহিতার শ্লোক বলিয়া উদ্ভূত হইয়াছে। কিন্তু বাস্তবিক প্রচলিত মনুসংহিতায় এই শ্লোক নাই। স্বাৰ্ত্ত রঘুনন্মনের স্থতিতত্ত্বে এই শ্লোক উদ্ধত হইয়াছে। ১২ পৃষ্ঠায়—৭ম ও ৮ম পংক্তিতে রাঢ়বাসী ঘোষবংশ স্থলে নাগাস্বয় ঘোষবংশ’হইবে। ৩• পৃষ্ঠায়—২৩ পংক্তির পর রুদ্র গৌতম গোত্র’ বসিবে। ৪৯ পৃষ্ঠায়—শেষ ছত্রে বিরাট গুই স্থলে দশরথ গুহ হইবে। boo পৃষ্ঠায় —“পুরলার খৃঃ ১৬শ শতক’ স্থানে ১৫শ শতক’ হুইবে । ৯. পৃষ্ঠায়—২ পৰ্যায় গোবৰ্দ্ধনদত্তের পুত্র ও নীলাম্বরের কনকদওঁ উপাধি হইবে। ১০০ পৃষ্ঠায়—১• পংক্তির পর মহীপতির পিতামহ ও গুণাকরে পুত্র মাধব নাম বসিবে ( ১১৬ পৃষ্ঠায় পূর্ণবংশাবলী দ্রষ্টব্য ] ১০৪ পৃষ্ঠায়—সৰ্ব্বশিব স্থানে সৰ্ব্বশি হইবে। >>? غمig-هد পৰ্য্যায় ছভায় মার্কও’ স্থানে ‘মার্কণ্ডেক্স’ হুইবে । ১২৯ পৃষ্ঠায়—বাঙ্গাল কারিকায় বাদৰ বশ্নর উপর ছত্রে (১৩ পংক্তি হইতে উঠি৷

  • ১৬শ পর্য্যায় একজই বসিবে । ১৭৬ পৃষ্ঠায়—১৬প ম জীবন শ্ৰীমন্তর্থার অপর পুত্র রামচন্ত্র এবং ১৭ণ প্রমু কৃষ্ণ

দাসের পুত্র লক্ষ্মণ’ নাম বসিবে। পৃষ্ঠায় ১৭প সমু চাদের প্রথম পুত্র ‘কৃষ্ণ ( বংশহীন ) নাম বসিবে এবং ১৯প 8"לצ সমু শ্ৰীবল্লডের ১১শ পুত্র ‘রত্নেশ্বরের’ নাম বসিৰে । ২০৫ পৃষ্ঠায়—১৩প সমু গোবিদ গন্ধৰ্ব্ব খ্যার ১ম পুত্র পীতাম্বর (বংশইন) নাম এবং ১৭প সমু কামদেবের প্রথম দুই পুত্র ‘দেবকীনন্দন, কবিৰল্পজ্ঞa" এবং চতুর্থ পুত্র ‘মাধব•’ নাম বসিবে। २० ॐ وُہt-sد * বাকোমু মাধবরামের পাঠান্তর সদাশিব’ পাদটীকায় বসিবে। २> e পৃষ্ঠায়—২১প ম রামবল্লভের সহিত অবধূত পাঠ বসিবে। ২১৮ পৃষ্ঠায়—১৩প বাসযু গোপীনাথ পুরনার খানের প্রথম পুত্র ‘পদ্মনাভ (মৃত) নাম এবং ঐ পৃষ্ঠায় ১৪প সমু কেশব খার ৪র্থ পুত্র জীগর্ত (স্বত ) নাম বসিৰে ।