পাতা:বিশ্বকোষ দ্বাদশ খণ্ড.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুপমিত্র শয়ন · ইহার পর্য্যন্ত ভাগ চম্পক ও অশোক স্বারা নিৰ্ম্মিত হইবে। ইহার বালিশ কুসুমদ্বারা গুল্ফিত এবং নবমালী পুষ্প ফুলারূপে ইহাতে বিস্তীর্ণ করিতে হইবে। ইহাকে শয়ন অর্থাৎ শয্যা কহে ॥১৮ উল্পোচ-ইন্ধচাপ-সদৃশ, বিচিত্র পুষ্প বিন্যাসদ্বারা ইহা নিৰ্ম্মিত হইয়া থাকে, খণ্ড খণ্ড কেতকীপত্র ও মন্ত্ৰীপুষ্প ইহার চারিদিকে লম্বিত করিতে হয়। ইহাতে মুক্ত ফুীর ন্যায় সিন্ধুবার পুষ্প সকল লাগাইতে হয় এবং ইহার মধ্যস্থলে একটা প্রশ্নটত পন্ন ঝুলাইতে হইবে। ইহাকেই উল্পোচ বা চন্দ্ৰাতপ কহে ॥১৯ বেশ্ব-অর্থাৎ গৃহ, ইহা নিৰ্ম্মাণ করিতে হইলে শরকাও স্বারা ইকার স্তম্ভ করিয়া পুষ্প পত্রাদি দ্বারা উহা ঢাকিতে হইবে এবং ইহা বিবিধ পুষ্প দ্বারা চারিখও করিতে হয়। ইহাকে বেশ্ম কহে ॥২• পুষ্পময় (ত্রি) পুষ্প স্বরূপর্থে মন্টু। পুষ্পস্বরূপ, ফুলময়। পুষ্পমালা (স্ত্রী) পুষ্পাণাং মালা। ফুলের মালা। পুষ্পমাস (পুং) পুষ্পাণাং মাস, পুষ্পপ্রধানে মাসে বা বসন্ত। এই সময় নানাবিধ পুষ্প হয়, এই জন্য বসন্তকালকে পুষ্পমাস কহে । "মাসান বৈ পুষ্পমাসাদীন গণয়ন্ত মম স্ক্রিয়ঃ।” (হরিব" ৫৬৪ ) পুষ্পমিত্র, (পুষ্যমিত্র ) একজন পরাক্রান্ত হিন্দুরাজা। ইনি খৃষ্টপূৰ্ব্ব ২য় শতাব্দীতে মগধে রাজত্ব করিতেন। পুরাণ-মতে— ইনি শুঙ্গবংশীয় প্রথম রাজা, মৌর্য্যবংশের পর সিংহাসনে অভিষিক্ত হন। অনেকের মতে—মহাভাষ্যকার পতঞ্জলি ইহার সময় বিদ্যমান ছিলেন। ইনি যাগযজ্ঞপ্রিয় ইন্দু নরপতি। জিনসেনের হরিবংশ মতে—এই পুষ্পমিত্রবংশ ৩০ বর্ষকাল রাজত্ব করেন--- - “ত্রিংশন্তু, পুষ্পমিত্ৰাণাং যষ্টিবশ্বগ্নিমিত্রয়ো।" (৬.৮৫ ) - [ পতঞ্জলি দেখ। ] দিব্যাবদানের অন্তর্গত অশোকাবদানে লিখিত আছে,--- মৌর্য্যাধিপ অশোক স্বর্গপ্রাপ্ত হইলে, তাহার অমাত্যগণ [ २० ] (२v) শয়নং | চম্পক শোকপর্য্যন্ত মন্ত্রীগুল্ফিতগেন্দুক । नबभागौंदूठा ठूलो निस्रो'ी श्रग्रनः उः१९ । উল্লোচ । খণ্ডিতৈ: কে ভক্ষীপএৈ: পৰ্ণৰাম মল্লিখিভি: | छन् भूङबूबौङ्क्लनिकूदमकशा°रान्। মধ্যলম্বিনবাঞ্জোজশ্চন্ত্ৰাতপ ইষ্ঠীৰ্য্যন্তে । বেশ্ম । শর কাণ্ডে: কৃতস্তম্ভ। পুষ্পচিত্রাদিসংবৃত। পুষ্প, কৃষ্ণ চতুঃখণ্ডী বিবিধৈবেশ্ব গুণহে ।" ( বৃহদগণে।" ) (58) (२०) পুষ্পরাগ সম্পদি (সম্প্রতি)-কে রাজ্য প্রতিষ্ঠাপিত করেন। সম্পরি পুত্র বৃহস্পতি, তৎপুত্র বৃষসেন, বৃষসেনের পুত্র পুষ্যধৰ্ম্ম, পুষ্যধৰ্ম্মার পুত্র পুষ্যমিত্র । পুষ্যমিত্র রাজা হইয়া অমাত্যদিগকে কহিলেন, “কি উপায়ে আমার নাম চিরস্থায়ী হইতে পারে ? র্তাহারা उँखद्र করিলেন, ‘রাজা অশোক ৮৪ • • • ধৰ্ম্মরাজিক প্রতিষ্ঠাপূৰ্ব্বক কীৰ্ত্তি স্থাপন করিয়া গিয়াছেন। আপনিও তাহাই করুন। পুষ্যমিত্র কছিলেন, আর কি উপায় আছে ? তাহার ব্রাহ্মণ পুরোহিত বলিলেন, ইহার বিপরীত কাৰ্য্য দ্বারাও আপনার নাম চিরস্থায়ী হইতে পারে। ব্রাহ্মণের পরামর্শে পুষ্যমিত্র সমস্ত ভগবচ্ছাসন, স্ত,প ও ভিক্ষু-পরিগৃহীত সঙ্ঘারাম ধ্বংস করিতে লাগিলেন। এইরূপে তিনি ভিক্ষুদিগকে বিনাশ করিতে করিতে শাকলে আসিয়া উপস্থিত হইলেন। এখানে আসিয়া তিনি প্রচার করিলেন, যে শ্রমণের শিরঃ আনিয়া দিবে, তাহাকে কুইশত দীনার দিব। এইরূপে তিনি বৃদ্ধ ও অর্থৎ প্রভৃতিকেও বিনাশ করিতে লাগিলেন। র্তাহার এই অত্যাচারে সকলেই উদ্বেজিত হইল। অবশেষে দংষ্ট্রানিবাসী এক যক্ষ পুষ্যমিত্রকে ছলপূৰ্ব্বক এক পৰ্ব্বতে আনিয়া নিহত করিল। পুষ্যমিত্রের সহিত মৌর্য্যবংশ বিলুপ্ত হইল। “যদা পুষ্যমিত্রে রাজা প্রঘাতিতস্তদা মৌর্য্যবংশ: সমুচ্ছিন্নঃ।” ( দিব্যাবদানে ২৯ অব } ২ একটী রাজবংশ। গুপ্ত সম্রাটু স্কন্দগুপ্ত এই বংশকে পরাজয় করিয়াছিলেন । পুষ্পমৃত্যু (পুং) দেবনলবৃক্ষ। (বৈাকনি) পুষ্পরক্ত (পুং ) পুষ্পে পুষ্পবিচ্ছেদে রক্তং রক্তবর্ণং যস্য, বা পুষ্প" রক্তং যন্ত। স্বৰ্য্যমণিবৃক্ষ । ( শব্দচ" ) পুষ্পরজস্ ( ক্লী) পুষ্পাণাং রজঃ। পুষ্পরেণু। পুষ্পরথ, পুপ-নিশ্বিতে রথ । পুপার নিৰ্ম্মিত রথ। (হেমচ) পুষ্পরস (পুং পুষ্পাণাং রস গুপের মধু। “ফলানি ষট্ পুপরসস্য চাপি বিনিক্ষিপেৎ তত্র বিমিশ্রয়েচ্চ।” (ভাবপ্রকাশ ) পুষ্পরসাম্বয় (কী) পুপরস ইত্যাহ্বয় আখ্যা যত। মধু। পুষ্পরাগ (পুং) পুপস্তেব রাগে বর্ণে যন্ত। মণিবিশেষ। চলিত পুখরাজ বা পোথরাজ। পর্যায়—মধুমণি, বাচস্পতিবল্লভ, গীত, পীতস্ফটিক, পীতরক্ত, পীতাশ্ব, গুরুরত্ব, পীতমণি, পুষ্পরাজ। গরুড়পুরাণে এই মণির বর্ণ, গুণ, পরীক্ষা ও মূল্যাদির বিবরণ লিখিত আছে। o "স্বচ্ছাপতষরগাত্রহরঙ্গভদ্ধং স্নিগ্ধঞ্চ নিৰ্ম্মলমতীৰ মুৰুৰণীতং। " য: পুষ্পরাগসকলং कलtश्नभूषा পুফতি কীৰ্ত্তিমতিশোধস্বখাপ্পুরধান ।”