পাতা:বিশ্বকোষ দ্বাদশ খণ্ড.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুস্তকালয় { 82 J পুস্তকালয় নিকট দিবে, তখন তাহাকে উত্তমরূপে বুঝাইয়া বলিৰে লীলাই, স্বাসনেল’ নামক পুস্তকালয়ের ইতিহাস ( Histoire de বস্ত্র, চৰ্ম্ম ও সোনালির নাম কিরূপ হইবে । France) s dsur TWTI (Medicine) setzt Fot বাধান পুস্তকগুলিকে বিভিন্ন বিভাগে শ্রেণীবদ্ধ করিয়া সাজান | বেশ (Classification ) জগতের একটা আদর্শস্থল। উচিত। যথা সাহিত্য, কাব্য, গীতিকাব্য ( Melo-drama ) attos ( Drama, Tragedy, Comedy) Rost's s উপatr, (Novels), ferfi (History), fRsw,(Zoology), •lfs sw(Ornithology),Ratsv, esv, (Zeology) (Tsতত্ত্ব, অস্থিতত্ত্ব (osteology), অঙ্কবিদ্যা, বীজগণিত, রেখাগণিত, হ্যামিতি, পরিমিতি, স্বাস্থ্যরক্ষ, আৰ্ব্বে ও ভৈষজ্য (Medicine), fosta (Science and Arts), ottfraw (Natural History), otrow (Theology), oftta ol of (Jurisprudence), wita (Law), offsfor g six? (Archdeology and Art of sculpture, painting &c.), a*ta ( Philosophy), £t (Geography), FF ( Biography ), offIT ( Philology ), Iffez, ( Commerce ), Ritz-stifs ( Sociology ), #fffff; (Agriculture), afro, (Periodicals) s org; অঙ্কদ্বারা লিখনবিদ্যা (Palygraphy ) প্রভৃতি বিভিন্ন বিষয়ক গ্রন্থসমূহ ভিন্ন ভিন্ন সেলফমধ্যে সন্নিবেশ করা আবর্তক। পুস্তক সজ্জিত করিবার চারিট প্রণালী :–( ১ ) আকৃতি-সমান আকৃতির পুস্তকগুলি সেলফের একতাকে রাখিলে সুন্দর দেখায়, { ২ ) গ্রন্থকারের নাম—-আকারাদি ক্রমে গ্রন্থকর্তার নাম লিপিবদ্ধ করিয়া তাহাদের প্রণীত পুস্তকগুলি ১২ নম্বর ক্রমে সাজান ; (৩) বিষয়-অর্থাৎ ভূগোল, ইতিহাস, জ্যামিতি, পদার্থবিদ্যা ; Natural Philosophy ), otta (Chemistry) of: বৈদিক পার্থক্য ধরিয়া সেলফমধ্যে সংখ্যাক্রমে তাহাদের সংস্থান এবং ( ৪ ) প্রাপ্তি-স্বীকারের পরই নিরূপিত নম্বর বসাইয় তাহাকে সেলফে রক্ষা কিংবা উপরোক্ত দুই প্রকারের প্রথার মিশ্রণে তাহাদের সজ্জা । প্রথমে বিষয়ের সঙ্কেত ও পরে তদ্বিভাগীয় চিহ্ন বসাইয়া নম্বর দিলে সহজেই পুস্তক-নিৰ্ব্বাচনে সুবিধা হইতে পারে । * যেমন জ্যামিতিকে অঙ্কবিদ্যার ( Mathematics ) তৃতীয় স্থান দিতে হইবে অর্থাৎ অগণিত (Arithmatics), orbstfers ( Algebra ) is erg witffs এবং উহা স্বাভাবিক বিজ্ঞানের (Natural Science ) একটী अ१* ! করিয়া তাহাকে অন্ধবিদ্যার তৃতীয় স্থান দানপুৰ্ব্বক ১,২,৩ নং ক্রমে সাজাইয়া যাইবে । এ সম্বন্ধে ডিউয়ে (Melvil Dewey ) সাহেবের মত সাধারণের গ্রহণীয়, । প্যারী নগরীর বিরিওথিক (*) A Classification and Subject.Index for Catalogu এইরূপে জ্যামিতিকে প্রথমে বিজ্ঞানের অংশভূত |

s > > পুস্তকগুলি আপনাপন শাখাগত অঙ্কমধ্যে নিবন্ধ হইলে তাহার একটা তালিকা প্রয়োজন। কারণ ঐ তালিক দৃষ্টি গ্ৰন্থরক্ষক ও পাঠক উভয়েই সুবিধামত পুস্তক-নিৰ্ব্বাচন ও গ্রহণে সমর্থ হইবেন । যে পুস্তকালয়ের তালিকা নাই, তাহ কখন কাৰ্য্যকারী হয় না। সামান্ত কথায় উছা একটা পুস্তকস্ত,প বলিলেও অত্যুক্তি হয় না । পুস্তকালয়ের প্রতিষ্ঠাই যখন সাধারণের উপকারার্থ, তখন কেন না সেই প্রত্যুপকারের অভিলাষী হওয়া যায়। তালিকা হইতে প্রথমতঃ পুস্তকের নাম, গ্রন্থকার ও কোন বিষয়ের গ্রন্থ তাহা জানিতে পারা যায়। অন্মদেশীয় সাধারণ-পাঠ্য-পুস্তকাগারে যেরূপ তালিকা প্রচলিত আছে, তাহাতে কাব্য নাটকাদিভেদে গ্রন্থ বিভাগ করিয়া অকারাদি ক্রমে গ্রন্থের নাম ( titles ) ও প্রণেতৃগণের নাম নিৰ্দ্ধারিত হইয়াছে। কিন্তু পুস্তক-বহল স্থানে এরূপ সঙ্কীর্ণ প্রথা ফলদায়ী হয় না ; যেখানে লক্ষাধিক পুস্তক আছে, সেরূপ স্থানে গ্রন্থকর্তাদিগের নাম-নিৰ্ব্বাচনে অকারাদি ক্রমে গ্রন্থাদির তালিকা সন্নিবেশ করিতে হয় ; তাহা হইলে গোলযোগ ঘটবার | সম্ভাবনা থাকে না । এই সকল কাৰ্য্য পরিদর্শন জন্ত একজন গ্ৰন্থরক্ষক (Librarian) আবশ্বক। ঐ ব্যক্তি জ্ঞানী, কৰ্ম্মঠ, সুবিবেচক এবং নানা ভাষা ও শাস্ত্রে অভিজ্ঞ হইবেন । কারণ র্তাহার নিকটে কোন আবশ্বকীয় বিষয়ের প্রশ্ন করিলে যেন যথাযথ উত্তর পাওয়া যায়। সৰ্ব্ববিষয়ে পারদর্শী গ্ৰন্থরক্ষকই সাধারণেব মনোরঞ্জনে সমর্থ হইয়া থাকেন। গ্রাহককে অভিমত, পুস্তক বাহির করিয়া দেওয়া তাহার কার্য্য নয়। যিনি গ্রাহককে পুস্তক co, stairs Issuing officer on to কেন পুস্তক-তালিকা (Catalogue ) প্রস্তুত করিতে হইবে তৎসম্বন্ধে ৬টী জিজ্ঞাস্য থাকিতে পারে –( ১ ) অমুক গ্রন্থকারের অমুক পুস্তক আছে কি না ? (২) অমুক গ্রন্থকারের কি কি পুস্তক আছে ; (৩) অমুক গ্রন্থ পুস্তকালয়ে আছে কি ? (৪) অমুক বিষয়ক বা ঘটনাসমাশ্রিত কোন পুস্তক গ্রন্থালয়ে পাওয়া যাইতে পারে কি না ? ( ৫ ) অমুক বিষয়ের কি কি গ্রন্থ আছে ? ( ৬ ) কোন বিশিষ্ট সম্প্রদায় বা ভাষা সম্বন্ধে কত পুস্তক পাওয়া যায় ? এই সকল প্রশ্নের প্রকৃত উত্তরসম্বলিত গ্রন্থই পুস্তক-তালিক পদবাচ্য। এ কারণ কোন কোন ing and Arranging the Books and Pamphlets of a Library by Melvil Dewey, Amberst, 1876.