পাতা:বিশ্বকোষ দ্বাদশ খণ্ড.djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দলীপসিংহ নেৰাইলেন। শতাধিক ইংরাজ রাজপুরুষ সৰিহ্মরে ঐ অতুল হীরক দেখিয় তাহার প্রশংসা করিলেন । ৯ই মার্চ, শিখ রবার ও ইংৰাজের সহিত প্রথম সন্ধি হয়। ঐ সন্ধি অনু .nr রে হয়, শিখ মহারাজ শতক্রর দক্ষিণস্থ প্রদেশ গুলির ৯৫ এককালে ত্যাগ করিবেন । বিপাশা ও শতক্রর মধ্যস্থ arদশগুলি ইংরাজের হইবে । শিখ দরবার সামরিক शाम क्षक्रो हेश्व्राय दरभंझे८क cनफु ८कोप्ने प्लेका नाप्न অসমর্থ হওয়ায় এক কোটী টাকার পরিবর্তে আপাততঃ কাশীব ও হাজারাসমেত বিপাশা ও সিন্ধুনদের মধ্যবর্তী সমুদয় প্রদেশগুলি এবং বক্ৰী পঞ্চাশ লক্ষ টাকা শীঘ্র পরুি শোধ করিয়া দিতে স্বীকৃত রছিলেন । তখন শিখরাজের অধীনে ১২ হাজার অশ্বারোহী ও ২০ হাজার পদাতি সংখ্যাदत्र श्हेन । ठूणैौभं शदtर्भtप्लेद्र हेछ् वाडौड'dहे ग११ा আর বাড়াইতে পরিবে না । ইংরাজগবর্মেন্ট শিখ দর- { বারের আভ্যন্তরিক রাজকাৰ্য্যে' হস্তক্ষেপ করিবেন না। o - তবে যদি কোন বিষয়ের মধ্যস্থত। প্রয়োজন হয়, তাহা হইলে ংটশগবমেণ্ট শিখরাজের মঙ্গল হেতু তাহার পরামর্শ দানে শিথ দরবারের সাহায্য করিবেন। অল্পদিন মধ্যেই শিখদরবার সামরিক ব্যয়ের বক্রী পঞ্চাশ লক্ষ টাকা পরিশোধ করিলেন, এই সময় মহারাণী ঞ্চিন্দন উদ্ধতস্বভাব শিখদিগের কার্য্যাবলীতে ভীত হইয়া এবর্ণরজেনােরলকে জানাইলেন, তাছাকে ও তাহীর তনয় দীপকে শিখদিগের হস্তে না রাখিয়া উভয়কে বৃটিশ সীমানা। কিন্তু তাহার সহিত কলিকাতা গবমেন্ট হাউসে লইয়। ११ग्राहे छेउरग्रग्र भत्रगणनक । त्रि१ भग्नवttग्रङ्ग ४१ॉन রাজপুরুষগণ মহারাণীর অনুরোধ মত লর্ড হার্ডিঞ্জকে অমুরোধ করিলেন, যেন লাহোর দরবারের রক্ষার্থ কিছুদিন রাজধানীতে বুটশ সৈন্ত অবস্থিতি করে। २३ मार्फ़ श्रृंदर्भब्रह्छनाग्नcणद्र लिदि८द्र ७क *भशांनड1 श्हेल, ঐ সভার দলীপসিংহ ও প্রধান প্রধান শিখসর্দারগণ উপস্থিত ছিলেন। বড়লাট সকলকে সম্বোধন করিয়া বলেন, বৃটিশ গণমেণ্ট লিখরাজকার্ধ্যে হস্তক্ষেপ করিতে ইচ্ছুক নন, স্বীপসৈন্ত সকলেই চলিয়া যাইতে প্রস্তুত, তবে শিখ দর बtि३द्र तिtभय মনুরোধে আমি লাহোরে কিছুদিন বুটশ গত রাধিতে সম্বত হইয়াছি। গুরুত্বর রাজকাৰ্য, সংশো " दII"ftद्र स्वाण" भन्म विश्व न्द्रबादब्लग्न श्८ख निर्डद्र कब्रि**श् ि। भामि मु४ानाश्वा नशग्रठ कब्रिष्ठ अखङ धाश्,ि *ৰ শিৰগর্জারগণ অবহেলা করিলে উহাদের রাজ্য রক্ষা *** इणैनअवश्वने किडूएउद्दे नमक्षं श्रेष्दन न। गर्ड नझै%निए शकिंtबब्र गश्नtश५ समिद्रा नर्कब्रिभ१५गकtगरें, भूखरूt% কৃতজ্ঞতা প্রকাশ করিলেন। - পর দিন বড়লাট রাজপ্রাসাদে গিয়া মহারাজ দলীপ नि२८इब्र नझ्डि नांक्रां९ कब्रिटणम । ১১ই তারিখে এক সন্ধি হইল যে, শিখ সেনার সংশো पंन ७ न१श्रृंद्रश्नं छष्ट्र কুটুশগৰমেন্ট বর্তমান বর্ষের শেষ পর্যন্ত মহারাজ ও লাহোরবাসীগণের রক্ষার্থ বৃদীশসৈন্য डाँcश्!tग्न ब्राझुिंtदन ! - 叠 विथ द्राक्षा ब्रक्र श्हेल दtछे, किड़ नवैौन मब्र*ठि लगी°সিংহের প্রতিনিধি স্বরূপ কে রাজ্যশাসনভার গ্রহণ করিবে । এ সময় যদি গোলাবসিংহ মন্ত্রীত্ব পাইতেন, তাহ হইলে বিশেষ গোলযোগ ঘটিত না, কিন্তু শিখরাজমাতার মেহবন্ধিত লালসিংহ মহারাণী মিলনের প্রভাবে প্রধান সচিব-পদ প্রাপ্ত হইলেন । তিনি মন্ত্রী হইলেন বটে, কিন্তু তিনি সকলের অপ্রিয় ওঁ শিখ সাধারণের ঘৃণার পাত্র হইয়া উঠিলেন। তাহার জ্ঞাতিবর্গ ও চাটুকারগণ অতিজঘন্ত উপায়ে প্রজার রক্ত শোষণ করিতে লাগিলেন । যাহা হউক শীঘ্রই লালসিংহের অধঃপতন, হইল । [ লালসিংহ দেথ । ] দরবারের প্রধান সভ্যগণ শিখরাজ্যরক্ষণের জন্য ঃিগু দলীপের অপ্রাপ্তবয়স পর্য্যস্ত বৃটিশ গবমেণ্টকে পঞ্জাবের • শাসন ভার গ্রহণ করিতে আবেদন করিলেন । মহামন হার্ডিঞ্জ সেই অমুরোধ রক্ষা করিয়াছিলেন। ১৬ই ডিসেম্বর এক সন্ধি হইল, তাহাতে স্থির হয়, গবর্ণরজেনােরলের প্রতিনিধি স্বরূপ লাহোরে একজন ইংরাজ রেসিডেণ্ট থাকিবেন। প্রত্যেক রাজকীয় কার্থে তাহাব পূর্ণ ক্ষমতা থাকিবে, কএকজন দক্ষ ব্যক্তি রেসিডেন্টের সহকারী পদে নিযুক্ত হইবে। যাহাতে পঞ্জাববাসীগণের জাতীয় প্রথা ও আচার ব্যবহার রক্ষা হয়, য়াহাতে সমুদয় লোকের স্থায়মউ সত্য বজায় থাকে; তৎপক্ষে বুটশ গবমেণ্টে বিশেষ মনোযোগী হইবেন । রেসিডেন্টের পরামর্শ অনুসারে সভ্যগণ রাজকাৰ্য্য পর্য্যাগোচনা করিবেন মহারাজের রক্ষা ও রাজ্যের প্লাস্তির জন্ত গবর্ণরজেনারল যত ইচ্ছা সৈন্ত লাহোরে রাখিতে পারিবেন। তজ্জন্ত শিখদরবার বাৎসরিক ২২ লক্ষ নূতন নানক শাহী টাকা বৃটিশগবর্মেন্টকে, দিবেন । মমুরাজ দলীপ, সিংহের জননী ও তাহার পরিচারিকাবর্গের ভরণপোষণ জন্য বার্ষিক দেড় লক্ষ টাকা দেওয়া হইবেক । যে পর্য্যন্ত মহারাজ দলীপসিংহ নাবালক থাকিবেন, উভয় পক্ষকেই এই সন্ধি. পত্রের ধারা অনুসারে চলিতে হইৰেক। ১৮৫৪ খৃঃ অঙ্গে সেপ্টেম্বর মহারাজ, দলীপসিংহ ষোড়শবর্ষে পার্পণ ^