পাতা:বিশ্বকোষ দ্বাদশ খণ্ড.djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দলীপসিংহ { ৩৯৪ } দলীপসিংহ দলীপের মঙ্গলকামনায় তাহাকে পত্র লিখিয়াছিলেন। পূৰ্ব্ব হইতেই দলীপের বিলাত ঘাইতে ইচ্ছা হইয়াছিল, লেগিন এ বিষয় লর্ড দালহৌসিকে জানাইলেন । ১৮৫৪ খৃষ্টাম্বের প্রারম্ভে কোর্ট অব ডিরেক্টারের মত পাইয়া গবর্ণরজেনারল দলীপকে বিলাত যাইভে অনুমতি দিলেন । শিবদেবও দলীপের সহিত বিলাত যাইতে প্রস্তুত হইয়াছিলেন। ১৮৫৪ খৃষ্টাব্দে গ্রীষ্মকালে দলীপ বিলাত যাইবার জন্ত কলিকাতায় আসিয়া পৌছিলেন। গবর্মেন্ট হাউসে গবর্ণরজেনারল র্তfহাকে নিমন্ত্রণ করিয়া যথেষ্ট আদর ও অভ্যর্থনা করিলেন । এই সময়ে শিবদেবের বিলাত যাইবার বিরুদ্ধে র্তাহার জননীর করুণ আবেদনপত্র গবর্ণরজেনােরলের হস্তগত হইল । কাজেই শিবদেবের বিলাত যাওয়া হইল না । ১৮৫৪ খৃষ্টাব্দে ১৯এ এপ্রেল দলীপসিংহ বিলাত যাইবার জন্য জাহাজে উঠিলেন। লেগিন ও পণ্ডিত নেমিয়াগোরে নামে এক ব্রাহ্মণ জাতীয় খৃষ্টান তাহার সহযাত্রী হইলেন । দলীপসিংহ ইংলওে জাতীয় পরিচ্ছদে বিভূষিত থাকিতেন। কাশ্মীরি কুৰ্ত্তায় মখমলের উপর সুবর্ণখচিত কোট এবং পায়ে মুবর্ণমণ্ডিত পেণ্টলেন তিনি সৰ্ব্বদা ব্যবহার করিতেন। কাঁহার উষ্ণীষে রত্নজড়িত শিরপেচ, কাণে পান্নার বীরবেীল ও গলায় তিন নল মুক্তার মালা শোভা পাইত। মহারাণীর স্বামী প্রিন্স আলবার্ট র্তাহার সহিত সৰ্ব্বদাই আলাপ করিতেন। এমন কি তাহাকে প্রায় বকিংহাম্ প্রাসাদে লইয়া গিয়া তাহার প্রতিমূৰ্ত্তি আঁকাইতেন। একদিন এইরূপ চিত্ৰ লই বার সময় মহারাণী ভিক্টোরিয়া বিবি লোগিনকে জিজ্ঞাসা করেন, “মহারাজ কি কোহিনুর সম্বন্ধে কখন কোন কথা বলেন। এসম্বন্ধে মহারাজ যাহা বলেন, সূকল কথা অামাকে বলিও , সুবিধা মত বিবি লেগি একদিন দন্টপকে বলিলেন, “আপনি কি কোহিনুর দেখিতে ইচ্ছা করেন ? তাহাতে দলীপ উত্তর করেন, "হাঁ, আমি আর একবার হস্তে ধারণ করিতে ইচ্ছা করি ।” একদিন দলীপ রাজপ্রাসাদে চিত্রকরের পাশ্ব স্থির ভাৰে বসিয়া আছেন, সেই সময় মহারাণী ভিক্টোরিয়া স্বহস্তে কোহিনুর লইয়া দলীপের নিকট উপস্থিত হইলেন। দলীপ আশ্চৰ্য্য ও চমৎকৃত হইয়া কোহিনূর হস্তে লইলেন। ১ইংলণ্ডেশ্বরী দলীপকে জিজ্ঞাসা করিলেন, “আপনি * ইহা পূৰ্ব্বাপেক্ষ উত্তম হইয়াছে বলিয়া বিবেচনা করিতে দি দলীপ ধষ্ঠভাবে সেই মহামণি আলোকে ধরিয়া " বিয়া দেখি দুললেন, "ইহার জ্যোত্তি বাড়িয়াছে _ಠೀಕ **ার আঞ্চ"াট হইয়াছে।’ এই বলিয়া নম্র ভাবে মহারাণীর করে কোহিনুর অর্পণ করিয়া ல் পার্থে আসিয়া বসিলেন। এই সময়ে তাহার মুখে । কিছুমাত্র পরিবর্তিত হয় নাই। মহারাণী ও আর আর মঞ্চ, তাহার শাস্তভাব দেখিয়া চমৎকৃত হইয়াছিলেন। , মহারাণী দলীপের আচরণে এতই প্রতি হইয়fo, যে তিনি লোগিনকে দলীপের ইতিহাস লিখিতে মঞ্চ করেন। মহারাণীর পুত্ৰগণ ও রাজকুমারীগণও লীগ সহিত অনেক সময় নানা প্রকার খেলা করিতেন। ম্য রাজকুমারগণের সহিত দীপের সৌহার্দ জমিমাফি মহারাণী দলীপসিংহের জন্মদিন উপলক্ষে বহুমূল্য । হার প্রদান করিতেন । এইরূপে ইংলওঁীয় রাজপaিp গণের স্নেহে দলীপ অতিমুখে কালাতিপাত করিতে লাগি লেন । এই সময়ে কুর্গ রাজকুমারীর সহিত তাহার সাক্ষা হয়। এক সময়ে লেগিন তাহার সহিত দলীপের বিরা: দিতে ইচ্ছুক ছিলেন। দলীপ ঐ রাজকুমারীর গুণের পক্ষ পাতী ইষ্টলেও তাহাকে কখন বিবাহ করিতে ইষ্ণু ছিলেন না। এই সময়ে লর্ড হার্ডিঞ্জ ইংলণ্ডের প্রধান সেন পতি । তিনি দীপকে কেন্টনগরে নিমন্ত্রণ 4f; } আনেন। তথায় দলীপ ৭ দিন মহাননে অবস্থান করেন। বাস্তবিক ইংলণ্ডের লোকের তথাকার উচ্চ রাজ-পরিবারের স্তায় দলীপসিংহকেও সম্মান কfরতেন । এতদিন দলীপ নাবালক ছিলেন, শীঘ্রই সাবালক । বেন, সাবালক হইলে ভবিষ্ণুতে র্তাহার প্রতি কিরূপ বন্দোবস্ত হইবে তাহা জানিবার জন্ত ব্যগ্র হইলেন। বেঢ়ি এ বুিধয় জানিবার জন্ত ১৮৫৪ খৃষ্টাব্দে চৈত্র মাসে ; দালহৌসিকে লিখিলেন, মহামাজের ইচ্ছা ভবিষ্যতে উRা যেন কোন ভূসম্পত্তি না দেওয়া হয় । ১৮৪৯ १३: সন্ধিধারামত র্তাহাকে ৫ লক্ষের ভিতর টাকা দেওয়া । তাহার পরিবারবর্গের যদি কাহার মৃত্যু হওয়ায় যে সি টাকা বাচিয়াছে, ভবিষ্ণুতে তিনি যেন পাইতে পালে লর্ড দালহৌসি উত্তরে লেখেন যে, অপরের বৃত্তি " তাখাকে দেওয়া হইবে না। ’ f ইহার পর দলীপ বিদ্যাচর্চায় ও সৎকার্ঘ্যে মন " डिनि अशूडनश्ब्रज निकफेदउँौं विश्रागाबद्र शज ग*" পারিতেষিক দিবার জন্য বাৎসরিক এক হানার 谢列 বিলাতে নিঃস্বাধপরোপকারীর সভার ১••• হাজার 弧 ইংলণ্ডের দরিদ্রদিগকে ৫••• পাচ হাজার " র্তাহার অবস্থানকাল পর্য্যস্ত বাৎসরিক ২৫••• शबांट्स के দানের বন্দোবস্ত কুরিলেন।