পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ইঞ্জিল মুকদ্দস।


মথি মুরিদের বনায়া।


১ বাব।

মসীহের পএদাসের বয়ান।

শুনরে মমিন ভাই একীন দিলেতে। ইসার পএদাস্‌ হৈল অএছা ছুরতে॥ মরিয়ম মসীহের আছিল জননী। সেই বিবি য়ূষফের হইলে মাঙ্গনি॥ ওঠা বসা তারা যবে নাহিক করিল। পাক রূহ মার্ফতে সে হামেলা হইল॥ য়ূষফ খশম তার নেক যে আছিল। তাহার বদ্‌নাম নাহি করিতে মাজিল॥ ছিপায়া ছিপায়া তারে ভিতরে ভিতরে। ছাড়িয়া দিবার ইচ্ছা করিল অন্তরে॥ এ সববে ভাবা গোনা করিছে দিলেতে। খোদার ফেরেস্তা এক সেইত ওখতে॥ খোয়াবের মারফতে দেখহ আখের। তাহার নজ্‌দিকে এসে হইল জাহের॥ আয় দায়ূদের বেটা য়ূষফ মর্দ্দন। বিবি মরিয়ম তেরা কবিলা আপন॥ আপনার নজ্‌দিগেতে তাহারে লইতে। দহশৎ করিও না আপন দেলেতে॥ হামেলা হৈয়াছে সে যে কহিনু তোমায়। হইয়াছে রূহ কদ্দূসের অছিলায়॥ আর এক বেটা সেই বিবি যে জনিবে। আর তুমি তার নাম ইসা যে রাখিবে॥ আপনার লোকগণে তিনি দুনিয়াতে। বাঁচাবেন