পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ v ] ইস গেলা ময়দানেতে ॥ চাল্লিশ রোজ সেথায় থাকিবার পর। ভূক্ষ হইলেন ইসা খোরাকি বেগর। তাবাদে সেখানে দেখ আসিয়া শৈতান ৷ করিল ইসার কাছে অএছ৷ বয়ান। খোদার ফর্জন তুমি ঠিক যদি হবে । এ সব পাথরে ৰুটী কর দেখি তবে ॥ এই বাত শুনি ইসা করিলা বয়ান । সেরেফ ৰুটীতে কভি নাছি বঁাচে জন ॥ খোদার মাফতে পাই যে সব কলাম । তাহতেই বঁাচে জান ঠিক কহিলাম ॥ শয়তান ফের তারে পরীক্ষা করিতে । আখেরে লইয়া গেল পাক শহরেতে ॥ হুৈকলের গম্বুজ পরে তারে বসাইয়া । শৈতান কহিল তারে বয়ান করিয়া ৷ খোদার ফর্জন তুমি যদি দুনিয়াতে । এখান হইতে তবে গির জমিনেতে। সবৰ অএছা আছে বয়ান কেতাবে । এলাহি তোমার তন্‌ রক্ষার সববে। হুকুম করিয়া নিজ ফেরেস্তা সবায় । পাথরের চোঠ যেন নাহি লাগে পায় ৷ এহারই সববে সব ফেরেস্তা আসিয়া । রাখিবে তোমারে দেখ দত্তেতে ধরিয়া ॥ শুনিয়া এ বাৎ ইসা তাহারে ফর্মান । জানিবে কেতাবে আছে অএছা বয়ান ॥ এলাহি তোমার খোদা এ বাৎ জানিবে । তনার ইন্তান তুমি কভি না করিবে। আবার শৈতান দেখ লইয়া তেনারে । বসাইল এক পাহাড়ের চূড়া পরে। দুনিয়ার আসবাব জালাল দৌলৎ । দেখাইল তথা হুৈতে তেনারে তাবৎ। বাদে সে কহিল তারে দেমাগে ফুলিয়া কর যদি সেজদা মোরে জমানে ঝুঁকিয়৷ দুনিয়ার আসবাব যা দেখ নজরে । তাহৈলে এসব চিজ মিলিবে তোমারে। এছা বাৎ শুনি ইসা করিলা বয়ান । ভাগহ এখান হৈতে আয় শয়তান। কেতবে খবর আছে মালুম করবে। আপন