পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ \e চলিল দোন তেনার পিছনে ॥ এছা বাদে সেথা থেকে যাইতে যাইতে । শিবদির বেটীগণে পাইলা দেখিতে ॥ আকুব এহিয়া নামে তারা দোন ভায়ে । বাপজীর সাথে তারা ছিল নিজ নায়ে। বসিয়া বসিয়া তারা জাল রীপু করে। দেখিয়া ডাকিল| ইসা তাহদের তরে ॥ বাপজী আর জাল নাএতে ফেলিয়। তার সাথে দোন ভাই গেল যে চলিয়া। ঘূমিয়া যুমিয় তিনি গালীল তাবৎ । মসজিদে মসজিদে কত দিলা নসীহত ॥ এলাহির বাদশাহর যে খুষ খবরী । তামাম লোকের কাছে করিলেন জারি ॥ বেমারিতে কত লোক ছিল পেরেছানে ৷ করিলা তাদেরে চাঙ্গা সেরেফ বয়ানে ॥ এৰূপে খুষনাম তার সকলে শুনিল । তামাম সুরিয়া দেশে জাহের হুইল ॥ ঘাও, ফোড়া, মৃগীরোগী, ভূতে পাওয়া যত। র্তাহার নজদিকে আনা হুৈয়াছিল কত ॥ হরেক বিমারি লোক সেথায় আসিয় । চাঙ্গা হৈয়া সব লোকে গেল যে চলিয়া ॥ ষিৰশালেম, দিকপলি, এহুদিয়া আর । গালীল মুলুক ফের যাদনের পাড় ॥ বহুত বহুত লোক এই সব হৈতে । নিকলিয়৷ চলিলেক তার পিছনেতে ॥ ৫ বাব । পাহাড়ের উপরেতে নসীহৎ । এছা বাদে লোকদের জমাত দেখিয়া । পাহাড়ের পরে ইস গেলেন উঠিয়া। নজদিকে আসিলে পরে শাগরেদ সবে । এই নসীহৎ ইসা করিলেন তবে ॥ যাহাদের দেলে নাই দেমাগ গুমান । তাহারাই হয় মুবারক ইনসান। আর