পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ >ッ ] জেয়ছ নিজ গুনাগারে । মাফ কর আমাদের গুনা সে প্রকারে। ইত্তিহানে আমাদেরে তুমি না গেরাও । লেকিন ফছাদ থেকে সবারে বাচাও ॥ সবব বাদৃশাই, কুদরৎ কেরামৎ । হামেশার তরে হয় তোমার তাবৎ ॥ তোমাদের কাছে যেবা হয় গুনাগার । মাফী যদি বকশ তারে না হৈয়া বেজার। তবে তোমাদের বাপ যিনি বেহেস্তের । মাফ করিবেন গুনা সব তোমাদের ॥ মাফী যদি নাহি বকশ দুসর জনেরে । খোদাও না বকৃশিবেন মাফী তোমাদেরে। রোজা রাখা হয় দেখ যবে তোমাদের । নাছাদিকদের মত কোর না জাহের ॥ তাহারা দুসর জনে জানাবার তরে । আপন আপন মুখ বেজার যে করে। লেকিন তোমরা অএছা কভি না করিবে । সুখা মুখা মুখ নাহি বাহিরে দেখাবে ॥ সাফ বাৎ ফর্ম্মাতেছি আমি তোমাদেরে । কামের মাফেক ফল মিলেছে তাদেরে ॥ লেকিন তুমি ভি রোজা রাখিবে যখন । লোকেরা তোমারে যেন না দেখে তেমন ॥ এর লেগে শির পরে তেল যে মলিবে । মুখ হাত ধুয়ে সাফ ও সূত্রা রাখিবে। তাহাতে তোমার বাপ ছিপায়ে দেখিবে । জাহেরে তাহার ফল তিনি বকৃশাইবে ॥ কীড়া ও মরিচ লেগে যেথা মাটী করে । সিন্ধ কেটে লিয়া যায় ধন যেথা চোরে। হেন দুনিয়াতে তুমি আপনার তরে। জমা না করিবে ধন কহিনু তোমারে। কীড়া মরিচায় যেথা গরবাদ না করে । সিন্ধ কেটে লিতে আর নাহি পারে চোরে ॥ অঞছাই বেহেস্তে জমা কর তেরা ধন ৷ কোন মতে তাহ খোয়া যাবে না কথন ॥ সবব তোমার ধন থাকিবে যেথায় t তোমাদের দেল জান রহিবে সেথায়৷ আঁখি হয় শরীরের চেরাগ সমান । আর দেখ