পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 8 - 1 তিনি পর জাতির গোচর ৷ পহুছাইবেন সদাকতের খবর। ঝগড়া আর উর্চ আওয়াজ না করিবে । রাস্তায় আওয়াজ তার কেহু না শুনিবে ॥ সদাকৎ ফতেবন্দ না করে যাবৎ ৷ শিকস্ত কলম নাহি ভাঙ্গিবে তাবৎ। যে বাতির রেীষণ কম তারে না বুতাবে । কেমের তেনার পরে ভরসা রাখিবে। আন্ধা আর গুঙ্গ এক শকশ যে আছিল । লোকের ইসার কাছে তাহারে আনিল। আরাম করিল ইস, সে শকৃশ তাহাতে । আঁখেতে দেখিয়া বাৎ লাগিল কহিতে ॥ তাজব মানিয়া লোকে কহিল তখন । এই শকশ নহ্নে কি গো দায়ুদ ফর্জন্দ। লেকিন ফিকশীগণ এহা শুনি কয়। বালশিবুব নামে যে ভূতের বাদৃশ হয়। এই শকৃশ সে শকশের বেগর মদদে । নাহি পারে এই সব ভূত ছাড়াইতে ॥ মালুম করিয়া ইসা তাদের গুমান । তাহদের তরে ইহা করিল। বয়ান ॥ কোন বাদশাহতে অগর জুদাই রয়। বেওজর সেই দেশ ওএরীন হয় ৷ জুদাই যে ঘরে আর শহরেতে বয় । কোনই ছুরতে তাহা কাএম না হয়। শয়তান শয়তানে যদি বাহের করিল। তবে নিজ মোখালেফ নিজেই হইল। তাহাতে যে বাদশাহৎ আছয়ে তাহার । কায়েম কেমনে তাহ থাকিবে আবার। যদি বালশিবের অছিলা পাইয়া। আমি থাকি এই সব ভূত ছাড়াইয়৷ তাহা হৈলে বল দেখি কার অছিলায় । তোমাদের ফজন্দেরা ভূতেরে ছাড়ায়। তোমাদের তরে এই বাতের সববে। এনসাফ করণেওয়ালা তাহারাই হবে ॥ লেকিন অগর আমি খোদার ৰহের । অছিলাতে ভূতগণে করেছি বাহের। বেশক তাহৈলে দেখ বাদ