পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 86 বেইমান লোকদের উপরে মলমৎ করিবার বয়ান । বাজে২ কাতেব ও ফিৰাণী আসিয়া । কছিল ইসার কাছে জওয়াব করিয়া ॥ উস্তাদ, তোমার করা নিশানের কামে ৷ দেখিতে থায়েস করি আমরা তামামে ৷ জওয়াব করিয়া তিনি কহিলা তাদিকে । এই জমানার যত জেনাকার লোকে ৷ নিশান তল্লাশ করে তাহারা সবায় । যুনস নবির কিন্তু নিশান সেওয়ায় ॥ তাহদের তরে আর দেশের নিশান । দেখান না যাবে, শুন আমার বয়ান ॥ এয়ানে যুনস জেছ তিন রাত দিন । মাছের পেটেতে ছিল, করন্থ একান। আদ্‌মির বেটা ভি দেখ সেইত চুরাত । জমির অনদরে রবে তিন দিন রাৎ ॥ আর নিনিবির লোকে রোজ কিয়ামতে । উঠি এই জমানার লোকদের সাথে ॥ করিবে কগুরবন্দ তাদের তাবতে । সবব তাহারা য়ুনসের নসীহতে ॥ তউবা করিয়াছিল, শুন মোর কথা । যুনস হইতে বড় শকুশ আছে হেথা ৷ দক্ষিণ দেশের সেই বেগম আসিয়া । এই জমানার লোক সাথে যে উঠিয়া ॥ রোজ কিয়ামও দেখ আসিবে যখন । তাদিগে কণ্ডরবন্দ করিবে তখন। সূলেমান বাদৃশাহের হেকমৎ শুনিতে । এসেছিল জর্মীনের সীমানা হইতে ॥ লেকিন বহুৎ বড় সুলেমান হুৈতে । আছেন হাজের এক শকৃশ এ জাগাতে ॥ এক ন পাক রূহের বাবতে বয়ান ! নাপাক যে ৰূহ তার শুন বিবরণ । আদ্‌মি হইতে সেহ নিকলে যখন ॥ শুখা জাএগা দিয়া সে যে ফিরিয়া২ ৷ নাহক আরামখানা বেড়ায় টুড়িয়া। না পাইয় তাহ