পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| g : ] ইস গেলেন চলিয়৷ আর আপনার ঘরে আসিয়া আথের । এবাদৎ খান বিচে হইয়া হাজের ॥ লোকদিগে নসিহৎ করিতে লাগিল । লোকের তাজব হৈয় তাহাতে বলিল ॥ এ রকম হেকমৎ কুদরৎ আর । কোথা হৈতে হুইলেক দেখহ ইহার। এই শকশ নহ্নে কিগো বেটা সুতারের। মরিয়ম হয় নাম ইহার মায়ের ৷ এহুদা, য়াকোব, ও যোশি ও শিমোন । ইহারা কি নহুে এ শক্শের ভাইগণ ॥ এর বহিনেরা আছে মোদের বিচেতে । এ সব পাইল এ তবে কোথা হৈতে। ইহাতে তাহারা সবে ঠোক্কর থাইল । তাহাতে মসীহ ইহা তাদিগে বলিল ॥ আপনার ঘর আর মুলুক সেওয়ায় । নবি বেহুরমত নাহি হয় যে কোথায় ॥ বেইমান ছিল তারা ইহার কারণে। বহুৎ আজব কাম ন কৈল সেখানে । ১৪ বাব। ইসার বাবতে হেরোদ বাদশাহের গুমান । ইসার খবর পেয়ে হেরোদ বাদশায় । আপনার বান্দা লোক উপরে ফর্ম্মায়। এই শকশ এছিয়াই হুইবে আখের । মুর্দ্দাদের বিচ হৈতে উঠেছে সে ফের। ইহারি সববে দেখ মারফতে তাহার। অএছা আজব কাম হৈতেছে জাছের। ফিলিপ নামেতে ভাই হেরোদের ছিল। হেরোদিয়া নামে তার কবিলা আছিল। হেরোদ তাহার তরে এহিয়ারে ধর্যে । বান্ধিয়া রাথিয়ছিল ফাটক ভিতরে। সবব এছিয়া এছা বলিত তেনাকে । তোমার লাজেম নহে রাথিতে ওনাকে ॥ তাহাতে বাদশাহ তারে কতল করিতে । এরাদা করিয়াছিল