পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ &g শাগরেদ সবায় । তাহার নজদিকে এসে বলিল তেনায় ॥ গুজারিয়া গেল দিন এই বিয়াবনে । ৰুখশদ করিয়া দেও এই লোকগণে ॥ তা হৈলে তাহারা গিয়া বস্তীর উপরে। কিনিবে খানার চিজ নিজ নিজ তরে। লেকিন মসীহ কহে তাছাদের পর । যাইবারে ইহাদের না আছে জৰূর ॥ তোমরাই খানা দেও ইহাদের সবে । ইহাতে বলিল ফের শাগরেদ সবে। পাঁচ ৰূট দুই মাছ সেওয়ায় কিছুই। এ জাগাতে আমাদের কাছে কিছু নাই। তাতে তিনি বলিলেন ফের তাহাদিগে । তাহাই আনহ তবে আমার নজদেগে ॥ জমায়েত লোক সবে খালের উপরে। বসিতে হুকুম ইসা করিলেন পরে। ঐ পাচ ৰূটী আর দুই মাছ লিয়। আত্মানের তর ফেতে নজর করিয়া ॥ ৰূটী ভেঙ্গে এলাহির শুকর করিল। সেই ৰূটী শাগরেদের লোকদিগে দিল ॥ সে ৰূট খাইয়া লোকে আসুদা হইল । বারো ডালি ভর্যে সব টুকরা চুনিল। যাহারা খাইয়াছিল, তাহার হরেক। ঔরৎ লড়কী ছাড় হাজার পাচেক ৷ বাদে ইসা আপনার শাগরেদ সবায় । সে ওখতে বলিলেন যাইতে নৌকায়। আর তিনি মব তক জমাওৎ লোক । না করেন ৰূখশৎ সেই ওক্ত তক ॥ আপনার আগে যেতে দোশরা কেনারে । যাইতে হুকুম তিনি দিলেন তাদেরে ॥ তাবাদে ৰূথশৎ দিয়া বেবাক লোকেরে । নিরালায় গিয়া দোয়া মাঙ্গিবার তরে। গেলেন পাহাড়ে ইসা অএছ ছুরতে । রছিলেন এক সেথা সাঞ্জ হওয়াতে ॥ সুমুদ্রের বিচে নৌকা যখন পৌঞ্চিল । সে ওখতে সামনে দিকে বড় হাওয়া দিল। ইছার সববে বড় ঢেউ মারফতে ৷ সাগরের বিচে নৌক৷