পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ d१ ] ইল। খালি ভার পোষাকের থোপ ছুইবারে। আরজ করিল তারা তাহার হুজুরে। এ ছুরতে যত লোক দমন ছুইল। তাছারা বেবীকে দেখ আরাম হইল। ১৫ বাব । আপনাদের হদিস মানিয়া খোদার হুকুম রদ করতে সাফির আর ফিরুশিদের উপরে ইসার মলামত করিবার বয়ান । বাজে বাজে ফিৰুণী ও কাতেব লোকেরা । যিব্রুশালেম হুৈতে আসি কহিল তাহারা। তোমার শাগরেদৃগণ কিসের কারণে। বুজরগ লোকদের হদিস না মানে ॥ ৰূট খাইবার আগে তাহারা সকলে । আপন আপন হাত নাহিক পাথলে৷ জওয়াবে কহিলা ইসা ইহা তাহাদেরে । তোমরা হদিস খালি মানিবার খাতিরে। অদুল করিছ কেন খোদার হুকুম । সবব হুকুম খোদ দিল এ রকম ॥ “আপনার বাপ মাকে তোমরা মানিবে । যে শকৃশ আপন বাপ মাকে গালি দিবে। বেওজর সেই শকৃশ হুইবে কতল ।” লেকিন তোমরা সবে ইহাই যে বল ॥ নিজ বাপ মাকে যেবা এই বাৎ কয় । “আমার মারফতে দেখ যার অছিলায় ৷ হইতে পারিত তোমার যেই উপকার। কুরবানী করিয়া দেওয়া গেল যে তাহার॥” আমার বয়ান এই তোমরা জানিবে । সেই শকশ বাপ মায়ে কভি নামানিবে। হদিসের খাতিরেতে তোমরা সকল । খোদার হুকুম সব করেছ অদুল ৷ তোমাদের তরে আয় রিয়াকার সব । যিশায়িয়া করিয়াছে নবুয়ৎ খুব। আপনখ মুখে এই সব লোকে । আমার নজদিকে খালি 切