পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৫ ৬ ] লাগিল হেলিতে ॥ চোউঠা পহুর রেতে পাওদলে হেঁটে । চলিয়া গেলেন ইসা তাদের নিকটে ৷ সুমুদ্রের পরে তীরে হুঁটিতে দেখিয়া । কহিল শাগরেদগণ দেলেতে ডরিয়া ॥ আসিতেছে ঐ ভূত, বল্যা দহশতে । সকলে মিলিয়া তারা লাগিল চিল্লাতে ॥ তাহাতে বলিলা ইসা তাদেরে ডাকিয়া । থাতেরজমা রহ আমি যেও না ডরিয়া। পিতর যওয়াব করি, কহিলেক ফের। আয় খোদাবন্দ যদি আপনি আখের ॥ পানির উপর দিয়া তোমার নজদিকে । হুকুম করন্থ তুমি যাইতে আমাকে ॥ তাহাতে কহিলা ইসা আইস এখন । পিতর নৌকা হইতে উতরিল তখন। ইসার নজদিকে সে যে যাইবার তরে। ইঁটিতে লাগিল নিজে পানির উপরে ॥ লেকিন জম্বর হওয়া দেখে ঘবরাইল । তাছাতে পানিতে সে যে ডুবিতে লাগিল৷ চিল্লাইয়া কহিলেক ইহার খাতিরে । আয় খোদাবন্দ তুমি বঁাচাও আমারে। তাহাতে মসীহ নিজ হাত বাঢ়াইয়া । কহিলেন এহা তারে তখনি ধরিয়া। হে থোড়া ইমানদার, দেলের ভিতরে । আন্দেশ করিলে তুমি কিসের খাতিরে। তাবাদে তাহারা যবে নৌকাতে উঠিল । তখন জম্বর হাওয়া মেকুফ হুইল। আবার যে সব লোক নৌকাতে আছিল । তাহারা তখন সবে বাহিরে আসিল। সেজদা করিয়া তীরে কহিল তখন । আপনি বেশক আছ খোদার ফর্জন্দ ॥ বাদে তারা সেথ হৈতে পারেতে আসিল । গিনেষরতের শরচ্ছদেতে পেঞ্চিল। সে জাগার লোক সবে তারে পছানিয়া। মুলুকের চারি দিকে খবর ভেজিয়া। সে জাগাতে যত লোক বেমার আছিল । মসীহের নজদিকে সবে মাঙ্গা