পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ७२ ] শাগরেদ লোককে ইসার নসিহৎ দিবার বয়ান । তাবাদে দোশরা পারে যাবার বখতে । শাগরেদের ভুলেছিল ৰূট লিতে সাতে ॥ হুশিয়ার হৈতে ইসা কহিলেন সবে । ফিকশী সিদৃকিদের তাড়িব সববে। তাহাতে আপোসে তারা কহে তার পরে । ৰূটী সাতে আনি নাই এহার খাতিরে। কহিছেন ইনি এবে ইহা আমাদের । এহা বুঝে ইসা তবে কহিলেন ফের। আয় থোড়ী ইমানওয়াল তোমরা সবে । ৰূটী সাতে আন নাই ইহার সববে। আপোসেতে কেন করিতেছ এ তকরার । আভি ভি কি তোরা সবে বুঝিলে না আর ॥ পাঁচ হাজার মরদেরে পাচ ৰূটী দিয়া । খাওয়াইয়া কত ডালি নিল উঠাইয়৷ চার হাজার মরদেরে সাত বাটী দিয়া। খিলাইয়া কত ডালি নিলা উঠাইয়৷ ইহা কি তোদের আর নাহিক ইয়াদে । ফিকশী সিদৃকিদের তাড়ির বাবদে॥ বলেছি যে হুশিয়ার হুৈতে তোমাদেরে । কহি নাই তাহা আমি ৰূটর খাতিরে। বুঝ নাই তোরা ইহা তবে কি সববে। ইহাতে এখন তারা বুঝিলেক সবে। তবে তিনি তাহাদিগে যাহার বাবতে । বলিয়াছিলেন সবে খবরদার হৈতে ॥ সে তাড়ি ত তবে এ ৰূটর তাড়ি নয়। ফিৰুণী সিদুকিদের তালেম সে হয়। ইসার বাবতে লোকদের গুমানের অীর পিতরের একরারের বয়ান । কৈসরিয়া ফিলিপীর শরচ্ছদে গিয়া । পুছিলা শাগরেদগণে সওয়াল করিয়া। ইবনে ইনৃসান আমি, আমি হুই কে । ইহার বাবতে বল, কিবা কহে লোকে ॥ তাহারা কহিল তবে জওয়াব করিয়া । বাজে বাজে লোকে কহে তোমাকে এহিয়া ॥