পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৫ ] রাজেতে আসিতে । না দেখ্যে মেীতের মজা হবে না চাখিতে ৷ ১৭ বীব | ইসার ছুরত বদলিয়া যাইবার বয়ান ; পিতর, য়াকোব ও তার ভাই যোহনে। ছয় দিন বাদে ইস এই তিন জনে ॥ আপনার সাতে কর্যে নিরালায় গিয়া । বসিলেন উর্চ এক পাহাড়ে চঢ়িয় ॥ বাদে তাঁহাদের সামনে অএছা হইল । বেবাক ছুরত র্তার বদলিয়া গেল। সূৰুজের মত র্তার মুখ চমকিল । পোষাক রোশনির মত ছফেদ হইল৷ মূছ ও এলিয় ফের দেখ তার সাতে । দেখা দিল সেথা বাৎ করিতে করিতে ॥ তাহাতে পিতর কহে খাবিন্দের কাছে । এ জাগাতে আমাদের থাকা ভাল আছে। আগের মরজি হয় আপনার এতে । তাহা হৈলে মোরা সবে এই ত জাগাতে ॥ আপনি ও মূছ৷ আর এলির লাগিয়া । তিনটী মকান দেই তৈয়ার করিয়৷ এই বাৎ কহিবার বখতে তেনার। নুরানি বাদল এক আসিয়া আবার ॥ তাহাদের উপরেতে ছায়া যে করিল। আর তাহ হৈতে এই আওয়াজ আইল ॥ পেয়ারা : বেটা যে মেরা এই শকৃশ হয় । ইহার উপরে মেরা দেল রাজি রয় ॥ লাগবে তোমরা দেল ইহার বয়ানে । এ আওয়াজ শুনে তার শাগরেদগণে ॥ দেলের ভিতরে বড় দহশৎ পাইয়া। পড়িল সবাই তারা উবুড় হুইয়া। তাহাতে আসিয়া ইস বদন ছুইয়া। কহিলেন ডরিও না পড়হ উঠিয়া। তাবাদে তাহারা যদি আঁখি উঠাইল । ইসা বিনা আর কারে দেখিতে S.