পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ag ] শীরে নিজের মত পেয়ার করিবে ॥ কহিলেক সে জোয়ান লড় কাই থাকিয়া । এই সব আসিতেছি হামেশা মানিয়া ৷ এখন আমার বাকি কিবা আছে আর । জওয়াবে মসীহ তারে কহিল আবার ॥ কামেল হইতে যদি এরাদা রাখহ । বেচে সব মালামাল গরিবেরে দেহ ॥ তাহাতে আত্মানে তুঝে দৌলৎ মিলিবে । তাবাদে আসিয়া মেরা পিছনে চলিবে । শুনিয়া উদাস হৈয়া সে জোয়ান গেল । সবব সে জন বড় মালদার ছিল ৷ তবে ইসা কহিলেন শাগরেদ সবারে। সচ করে আমি কহিতেছি তোমাদেরে। আত্মানের বাদশাহতে হওয়া যে দাখিল । মালদারদের তরে বড়ই মুস্কিল। সুইএর যে ছেদ আছে তার বিচ দিয়া । সহজ উঠের তরে যাইতে টুকিয়া। লেকিন খোদার রাজ্যে মালদারের তরে। আর ভি মুস্কিল আছে কহিনু তোমারে। মুরিদের এই বীতে তাজু মানিল । কাহার নজাৎ হবে, এ বৎ পৃছিল। তাহাতে নজর করি তাহদের পরে । কছিলেন এই বাহ তাহাঁদের তরে। আদ্‌মির অসাধ্য ইহা জানিবেক সার। - লেকিন সকলি সাধ্য এলাহি খোদার ॥ পিতর কছিল তারে জওয়াব করিয়া । দেখহ আমরা সবে বিলকুল ছাড়িয়া। তোমার পিছনে ফের আসিয়াছি সবে । আমাদের তরে বল মিলিবে কি তবে ॥ কছিলেন ইসা শুন সচ মেরা বাং ! এসেছ তোমরা সবে মেরা সাতেসাৎ ৷ ইহার লাগিয়া নয়। পত্র দাশের কালে । আদমির বেটা যবে আপন জলালে। আপনার তক্তপরে বসিবেন যবে । বারো তক্ত পরে বোসে তোমরা ভি সবে ॥ দেখ এই