পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ a 3 ] কবুল। মীর পেট হৈতে খোজা হৈয়া জন্সিয়াছে। এই রকমের দেখ ঢের খোজা আছে। আর এক খোজা আছে আদ্‌মির বনায় । আর যারা আত্মানের রাজের লাগিয়া৷ আপন খুঁশিতে নিজে খোজা বলিয়াছে । এই মাফেকের দেখ ঢের খোজা আছে। কবুল করিতে আছে তাকৎ যাহার । কৰুক কবুল সে এ বাৎ আমার ॥ হাত দিয়া এই সব লড়কার বদনে । যেন দোয় মাঙ্গে ইস ইহার কারণে ॥ লোকেরা অনেক লড়ক সেখানে আনিল । কিন্তু মূরিদের সবে মান কর্যে দিল ॥ কছিলেন ইস মান ফরিও না আর । আস্তে দেও লড়কীগণে নজদিকে আমার ॥ সবব এদের মত হইবে যাহারা । আন্মানি রাজের আছে ওয়রিশ তারা ৷ হাত দিয়া সেই লড়কাদের বদনেতে । রওনা হইলা ইসা সে জাগ হইতে ॥ হামেশার জিন্দেগী পাইতে এক মালদার জেয়ানকে ইসার তালিম দেওয়া । - ছে নেক ওস্তাদ বলি তাহারে ডাকিয় । ছওয়াল করিল এক শকৃশ আসিয়া। হামেশার জেন্দেগী যে পাইবার তরে। কি কি নেকি কাম করা লাজেম আমারে ৷ কছিলেন তিনি, কেন মোরে নেক কহ । খোদ বিনা নেক পাক আর নাহি কেহ ॥ এরাদা অগর সেই জিন্দেী পাইতে । হুকুম সকল তবে হুইবে মানিতে। সে কছিল কি২ হুকুম হইবে মানিতে । জওয়াবে মসীহ তারে লাগিলা কহিতে ॥ করিও না খুন আর করিও না জিনা করিও না চুরি বুটা গয়াহি দিও না। আপনার বাপ আর মজীকে মানিবে । গড়