পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ११ ] লাগিয়া । এখানে রয়েছ খাড়া বেকার হুইয়া ॥ তাহার জওয়াব দিয়া কহিল ইহাই । আমাদের তরে কেহ কাম দেয় নাই। তোমরা ভি যাও মেরা আঙ্গুরের খেতে । ওয়াজিবী যাহা তাহ পাইবে পাইতে ॥ ইহা বাদে যবে সাঞ্জ আসিয়া গেঞ্চিল। খেতের মালেক তার বান্দরে কহিল ॥ খেতের মজুরগণ যতেক ডাকিয়া । পিছলা শকশ হইতে আরম্ভ করিয়া। পহেলা শকশ তক তাদের সবার । মজুরি দেলায়ে তুমি করন্থ বিদায় ৷ তাতে যারা ঘড়িখানি কাম করেছিল । এক এক সিকি করে তাদেরে মিলিল। তাহাতে পহেলা যারা মতাএন হৈল । জেয়াদা পাইতে তারা গুমান করিল ॥ লেকিন তারা ভি সবে এক সিকি কর্যে । দিনের মজুরি দেখ পাইল আথেরে। সেই এক এক সিকি তাহারা লইয়া । গিরস্থের কাছে কহে তকরার করিয়৷ সহিয়াছি মোরা ধূপ তসদিয়া তামাম । ইহার করেছে খালি ঘণ্টাভর কাম ॥ তউভি পিছের লোকে কিসের খাতের । করিলেক বরাবর তুমি আমাদের। জওয়াব করিয়া সেই গিরস্থ তখন । তাহাদের এক শক্শে কহিল এমন ॥ আয় মিয়া আমি দেখ তোমার কারণে। বেইনসাফ করি নাই ভেবে দেখ মনে ॥ একটী সিকির তরে আমার কাছেতে । রাজি কি হে হও নাই ছেরম করিতে। অতএব পাওনা যাহা তাহাই লইয়া । আপনার ঘরে তুমি যাও হে চলিয়৷ তোমার মাফেক দিতে পিছেকার লোকে । আমার এরাদা আছে কহিনু তোমাকে ॥ মোর যাহা তাহ লিয়া মরজি মতন । করিব না কাম আমি কিসের কারণ। কিম্বা আমি নেক হুই ইহার কারণ । বুরাই নজর তুমি করিছ এখন ॥ অএছা আগের লোক পিছেতে