পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৯১ ] নেতে আছে। রবি নামে তোমরা না হইবে জাহের । সৰব মসীহ রবি একা তোমাদের ॥ তোমাদের বিচে বড় যে হয় সবের । সেই শকৃণ হুইবেক খাদেম তোদের। সবব যে কেহু আগে বড় জানাইবে । অএছা যে শকশ তাকে ছোট করা যাবে ॥ লেকিন যে কেহ জানে ছোট আপনারে । বেশক জানিবে বড় করা যাবে তারে ॥ তাহদের মক্করবজির সববে তাহীদের জন্যে ইসার আফসোস । আফসোস তোদের পরে আয় রিয়াকার । ফিন্ধী কাতেবগণ কি কহিব আর ॥ তোমরা সকলে দেখ আদ্‌মিদের তরে। আত্মানি রাজের দর্জা দেও বন্ধ কর্যে। না হও দাখেল নিজে তাহার ভিতরে । লেকিন দাখেল হুৈতে যারা থেশ করে ৷ তাদের ভি নাহি দেও দীখেল হইতে । ইহা বলি ক্ষের তিনি লাগিলা কহিতে ॥ আফসোস তোদের পরে আয় রিয়াকার । ফিৰাণী কাতেবগণ কি কহিব আর ॥ বেওয়াদের মাল তোরা তামাম খাইয়া। লম্বা লম্বা দেয়া মাঙ্গ বাহানা করিয়া। আখেরে তোদের সবে ইহার সববে। কছিলাম ভারি শাজা বেশক মিলিবে ॥ আফসোস তোদের পরে আয় রিয়াকার । ফিৰণী কতেবগণ কি কহিব আর ॥ কোন শকশে এহুদীর দিনেতে আনিতে । সফর করিয়া থাক খুস্কিতে পানিতে। তাহাতে তোমরা তারে নিজেদের চাইয়। দুই গুণ জাহান্নামী দেও বানাইয়া ॥ আফসোস তোদের পরে আন্ধা ৱাহাবার । তোমরা বলিয়া থাক ইহাও আবার ॥ হৈকলের নামে যে কসম খাওয়া যায়। সে কসম না মানিলে কিছুই না হয়।