পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ న( ) ২৪ বাব । হএকলের হলাকতের বাবতে ইসার নবুয়ত করিবার বয়ান । ইবাদৎ খালা হৈতে বাহির হুইয়া। যে ওখতে যান ইস রওনা হইয়৷ তাহার শাগরেদগণ অঞছ ওখতে ! হুৈকলের এমারত লাগিল দেখাতে ॥ মসীহ কহিলা ইহা তাহীদের তরে । তোমরা কি এই সব দেখ না নজরে ৷ সত্য কর্যে কছিতেছি আমি তোমাদেরে । একটী পাথর দেশের পাথরের পরে। আমার জবান শুন কভি না রহিবে । তমামই জমিনের বরাবর হবে। -o-o হুৈকলের হলাকতের আগে যে যে ভারি মুসিবৎ গিরিবে, তাহার বাবতে ইসার নবুয়ত করিবার বয়ান । জৈতুন পাহাড় পরে যাইয়া বসিলে । নিরালা নজদিকে এসে শাগরেদ সকলে ॥ সওয়াল করিয়া তারে পুছিলেক তবে । এ সব মাজেজ বল কোন ওক্তে হবে। নিশান৷ কি বল আপনার আসিবার। আর এই জমানার আথের হুবার। তবে ইসা কহিলেন তাদিগে এবার । না ভূলাকৃ তোমাদেরে কেহ খবরদার। সবব বহুতে মেরা নামেতে আসিবে। ইসামসী বলাইয়া লোকে ভুলাইবে। লড়াই জঙ্গের হল্লা তোমরা শুনিবে । হুশিয়ার সে সববে নাহি ঘবড়াইবে ॥ সবব এসব দেখ বেশক ঘটবে । কিন্তু তবু জমানার আখেরি না হবে। জাতির খেলাফে দেখ জাতি খাড়া হবে । রাজের খেলাক্ষে রাজ আবার উঠিবে। সূৰুতে হরেক দেশে হুইবে আকাল । মড়ক হুইবে আর হবে ভূইচাল। তসদি দিবার