পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৯৭ ] এই খানে আছে ইস, ঐ খানে আছে । সেই ওখতে কেহ যদি কহে তেরা কাছে। তাহাতে একিন তুমি কভি না করবে। চের ঝুঠ ইসামসী সে ওক্তে আসিবে। আর ঝুঠা নবিগণ বহুত উঠিবে। কেরামৎ ও নিশান বহুৎ দেখাবে। পসন্দিদ লোকগণ সে সব দেখিয়া । হৈতে পারে তারা সবে যাইবে ভুলিয়া। দেখ আমি জানাইনু আগে তোমাদেরে । হুশিয়ার হৈতে যেন পারহু আখেরে। অতএব যদি কেহ এই বাৎ বলে । ঐ দেখ, দেখ, তিনি আছেন জঙ্গলে ॥ তাহ হৈলে শুন আমি কহি যে তোমারে । হুশিয়ার তুমি নাহি যাইবে বাহিরে। কুঠরিতে আছে তিনি যদি কেহ কহে । তদভি একিন তুমি করিও না তাহে । পুরব হইতে জএছ৷ হুইয়া জাহের । বিজলি পচ্ছিম তক করয়ে জাহের। আদমির বেটা যবে আবার আসিবে । তাহার আওনা ঠিক তেমনি হইবে ॥ আর দেখ যে জাএগায় লাশ সব রয়। গিধড় সকল সেই ঠেয়ে জন্ম হয়। Žo দুনিয়ার আদালত করিতে মসীহের আসিবার নিশানার বয়ান । আর সেই মুসিবৎ গেলে গুজারিয়া। আত্মানে স্বৰূজ যাবে আন্ধেরা হইয়৷ আর চাদ আপনার রোষনি নাহি দিবে। আম্মান হইতে তার খশিয়া পড়িবে। আর মেরা বাৎ শুন অএছ ছুরতে । আম্মানি আবাদি সব থাকিবে হিলিতে ॥ তবেত আম্মান পরে আদমির বেটার । যাইবে দিশান দেখা কহিনু আবার ॥ আর দেখ কুদরৎ জলালের সাতে । আদমির বেটারে দেখে বাদলে আসিতে ॥ সেই ওক্তে দুনিয়ার গিরস্থ যতেক । দেখিয়া তাহারে নিজ > ○