পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৯৬ ] তরে অএছ ওখতে । তোমাদিগে সঁপিবেক দুগুনের হাতে ॥ লোকে তোমাদিগে ফের কতল করিবে । আর ভি তোমরা মোর নামের সববে। আর দেখ মানুষের যে যে জাতি আছে । না ফরতি বনিবেক তাহীদের কাছে। সে ওখতে ঢের লোক ঠোক্কর খাইবে । বেইমানি দুশুনি আপোসে করবে। আর ঢের ঝুঠা নবি লোকের পৌঞ্চিয় । সে ওখতে লোক সবে দিবে ভুলাইয়া। আর দেখ বেদিনীর বাঢ়তির সববে। অনেকের প্রেম কিন্তু ঠাণ্ডা হৈয়া যাবে ॥ লেকিন আথের তক যে রবে পাএদার । নজাৎ মিলিবে দেখ সেরেফ তাহার ॥ হরেক জেতের লোকদিগের উপরে ৷ সাক্ষী দেওয়া যায় যেন ইহার খাতিরে। খুষ খবরী সারা দেশে জাহের হুইবে । বাদে এই জমানার আখেরি পেঞ্চিবে ॥ মকৰূহ চিজ বড় খারাব যে হয় । দানিয়েল নবি তার জেকের করয় ॥ পাক মকানেতে তাহা দেখিবে যখন । যেই শকৃশ পড়ে বুঝে দেখুক সে জন ৷ এহুদা মুলকে যারা রহে সে ওখতে । পলাইয়া তারা যেন যায় পাহাড়েতে। আর যারা রহিবেক ছাতের উপরে। নাহি উত্তৰক নিচে চিজের খাতিরে। আর যেবা কেহ রহে আপনার ক্ষেতে । ফিরিয়া না যাউক সেই কাপড় লইতে। হামেলা ও দুগ্ধওয়ালি ঔরত যতেক । তাহদের তরে জাস্তি তস্দি হবেক ॥ এত ওয়ারের রোজ কিম্বা জাড়ার বখতে দোয়া মাঙ্গ যেন নাহি হয় পলাইতে ॥ শুৰু হৈতে হয় নাই, কিম্বা না হইবে । এ রকম মুসিবং তখন ঘটিবে। সে মুসিবতের ওক্ত কম না করিলে । কোনই ইনসানে নাহি বাচিবে তা হৈলে ॥ কিন্তু পসন্দিদ লোক যে সকল হবে । সে ওক্ত তাদের তরে কম করা যাবে ॥