পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১০৩ ] তারে কহিল এমন ॥ আয় বুরা আর শুস্তি বান্দী হও তুমি । যে জাগাতে কোন দিন বুনি নাই আমি। কাটি সে জাগাতে আমি আর যে জাগায় । না ছড়াই কুড়াইয়া থাকি যে সেথায় ৷ ইহা যদি জানা ছিল বেণিয়ার হাতে ৷ লামেজ আছিল তোর তোড়াটা রাথিতে ॥ তা যদি করিতে আমি আসিয়া তাহৈলে । পেতেম আমার টাকা সুদে ও আসলে ৷ অতএব ঐ তোড়া আভি কেড়ে লও 1 দশ তোড়া যার আছে তার কাছে দেও। সবব যে শক্শের নজদিকে রহিবে । সেই শকশ তরে আরো দেওয়া ভি যাইবে ॥ তাহতে তাহার আরো জেয়াদ হুইবে । লেকিন যাহার কাছে নাহিক রহিবে ॥ যা আছে তাহার কাছে তাহা ভি আখের । তাহার নজদিক হৈতে লেওয়া যাবে ফের। আর তোরা ঐ বুৱা বানদীরে লইয়া । বাহেরের আন্ধেরাতে দেহরে ফেকিয় ॥ আর দেখ যে জাগাতে সে শকশ গিরিবে । সে খানে কঁাদন দত কিড়ি মিড়ি হবে। আদালতের দিনের বাবতে বয়ন । ইবনে ইনসান দেখ আর যেই কালে । পাক ফেরেস্তার সাথে আপন জালালে ৷ আসিবেন সে ওখতে তিনি আপনার । জালালের তক্ত পরে হুইবে শোয়ার। যতেক জীতির লোক সে ওক্তে থাকিবে । র্তাহার সামনে সবে জম! করা যাবে। তাহ বাদে ভেড়ীওয়ালা যেমন ছুরতে । ভেড়ী সব জুদা করে বখরি হইতে ॥ ইবনে ইনসান ঠিক অএছ৷ প্রকারে । তাদের হরেক জনে লিয়া জুদা কর্যে ৷ ডাহিন তরফে সব ভেঁড়িরে রাখিবে । বাম দিকে আর সব বথরিরে