পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ००४ ] খুইবে তা বাদে ডাহিন দিকে যাহারা থাকিবে । তাহদের তরে ইহা বাদশাহ কহিবে। আইস বাপের যত মুবারক গণ। যে ওখতে দুনিয়ার হইল সিজন ॥ সে হৈতে যে রাজ্য আছে তোদের লাগিয়া । তার ওয়ারিস আভি হও ছে আসিয় ॥ ভখা হৈলে আমি তোরা খান খিলায়েছ । পিয়াস হইলে মোরে পানি পিলায়েছ ৷ মুছাফের হুইয়াছিলাম আমি যবে । থাকিবার তরে জাগ দিয়াছিল। তবে ॥ নঙ্গা হৈলে তোরা মোরে পিন্ধালে বস্তর । বেমারে খেদমও মোর কোরেছ বিস্তর। কয়েদ খানেতে মুই গিরিনু যখন । সেখানে যাইয়া মোরে দেখিলে তখন ৷ তবে সাদিকেরা এই জওয়াব করিবে । ভুখেতে তোমারে খান খিলায়েছি কবে। পিয়াসা দেখিয়া কবে পিলায়েছি পানি । মুছাফের দেখে করিয়াছি মেহেমানি ॥ নঙ্গা দেখে কবে বস্ত্র দিয়াছি তোমাকে । বেমারে কয়েদে কবে গিয়াছি নজদিকে। জওয়াবে বাদৃশ। তবে কহিবেক ফের। সচ কর্যে আমি কহিতেছি তোমাদের। এই মেরা ছোট ছোট ভাই যত জন । যাহা করিয়াছ এর একের কারণ ॥ ঠিক কর্যে আমি কহিতেছি তোমাদেরে । করা হইয়াছে তাহা আমারি তো তরে ॥ বাও তরফেতে র্তার যে সব রহিবে । তাহাদের তরে ইহা আবার কহিবে। আয় লাহানতি সব দূর হৈয়ে যাহ । আমার নজদিকে তোরা আর নাহি রহ। শয়তান আর তার ফেরেস্তার তরে। যে আগুন আছে যাও তাহার ভিতরে সবব হইনু ভূখ। আমি যেই কালে । সে ওখতে তোরা মোরে নাহি খাওয়াইলে ॥ পিয়াস হইলে মোরে নাহি দিলে পানি । মুছাফের হইলে ন কৈলে মেহের্মানি ॥ নঙ্গ হৈলে মোরে নাহি বস্ত্র