পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০৬ ] ঘরে আছিল তখন ॥ সাদা পাথরের এক বাসনে করিয়া । বড় দামী খুঁশবোর তেল থোড়া লিয়৷ মসীহ বসিতে যান যখন থানায় ৷ এক নারী এসে তার ঢালিল মাথায় ॥ তাহাতে নারাজ হৈয়া শাগরেদের কয় । এ রকম গরবাদ কি সববে হয় ৷ পাওয়া যেত ঢের টাকা এ চিজ বেচিলে । দিতে পারা যেত তাহা গরিব সকলে ॥ লেকিন জানিয়া ইসা কন তাহা সবে । ইহারে তকৃলিফ দেও কিসের সববে। আচ্ছা কাম মোর তরে এ নারী করেছে । হামেশা গরিব রহে তোমাদের কাছে ॥ লেকিন হামেশা আমি রহি না এখানে । এই তেল ঢেলে নারী আমার বদনে ॥ কত্বর দিবার কাম করিল আমারে । সত্য কর্যে কহিতেছি আমি তোমাদেরে ॥ সারা দুনিয়ার বিচে যে কোন জাগায় । এই খুশ খবরি জাহের করা যায়। এই ঔরতের ইয়াদ গিরির সববে | এ কামের বাৎ ভি জাহের করা যাবে ॥ তাছাকে গেরেফতার করাইয়া দিবার ওয়াস্তে যিহুদার টাকা লইবার বয়ান । বারো শাগরেদের বিচে ছিল এক জন । ঈষ্করিতিয় এহুদ নামেতে তখন৷ সরদার ইমামদের নজদিকে যাইয়া । এই বাৎ তাহাদিগে কহে সমঝাইয়া। ইসারে সুপদ্ধ যদি করি তের হাতে। তা হৈলে আমারে তোরা কি পার দেলাতে ॥ তার মুখে এই বাৎ যখন শুনিল । তাহারে তিরিশ টাকা কবুল করিল। সুপদ করিতে র্তারে দুশ্বনের হাতে । এহুদা লাগিল কাবু তল্লাশ করিতে ॥ ཝ་ཟཤ་ཟའམ། རྨ་ཟད་ཟད་ཟླ།།