পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১১১ ] পাঠাইয়া ৷ এহুদ বলিয়াছিল নিশানের তরে। পহেল৷ যাইয়া আমি চুমিব যাহারে। তারই নাম ইসামসী বেশক জানিবে । তোমরা বেবীকে মিলে তাহরে ধরিবে। এই বাং মোতাবেক এহুদ বেইমান । আপনার সাথিগণে জানাতে নিশান ॥ আস্তে আস্তে মসিহের নজদেগেতে গেল । হে ওস্তাদ বলি তারে আবার চুমিল। ইহা শুনে ইসা মসী তাহারে কহিলা । আয় দোস্ত কি ওয়াস্তে এখানে আসিলা ॥ কহিতে কহিতে ইহা লোকেরা আসিল । তার পরে হাত ডেলে তাহারে ধরিল ॥ ইহা দেখে মসীহের সার্থী এক জন । খাপ থেকে নিকালিল কিরিচ আপন ॥ সরদার কাহেনের বান্দার উপরে । চালাইল তরোয়াল বড় গোত্মা কোরে ৷ তরোয়াল চালাইতে অএছা হইল। এক জন গোলামের কাণ কেটে গেল। তবে ইসা কহিলেন তাহারে ডাকিয়া । আপনার তরোয়াল রাখ সামালিয়া ॥ সবব যে সব লোক কিরিচ ধরিবে । কিরিচ মাফতে তার হালাক হইবে ॥ আভি ভি আপন বাপজির বরাবরে । যদ্যপি আরজ করি তেনার হুজুরে। বারো ফৌজ হইতে ফেরেস্তা আপন । আমার নজদিকে তিনি ভেজিবে এখন ॥ ইহা কিহে ওয়াকেফ নাহি তোমাদের । তবে কেন তরোয়াল নিকলিলা ফের ॥ লেকিন তাহাই যদি আভি করা যায়। পাক কেতাবের বাৎ কিসে পুরা হয়। সবব কেতাবে সাফ লেখা রহিয়াছে । এ রকম হওয়া ভারী জৰুর যে আছে। এ সব মাজেজা দেখ যে ওখতে হইল। সেই ওখতে লোকগণে মসীহ কহিল। তরোয়াল আর লাঠি নিজ হাতে কোরে । চোর ধরিবার তরে এসেছ কি মোরে। নসিহৎ দিতে দিতে তোমাদের সাথে ।