পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১১২ ] ছর রোজ বসিতাম হুৈকল বিচেতে ॥ সে ওখতে কেন নাছি ধরিলা আমারে । তাহা না করিয়া আভি এলে ধরিবারে। কিন্তু পুরা হয় যেন নবিদের বাৎ । ইহার সববে এবে ঘটে এ তাবৎ ৷ এই সব বাং চিৎ যে ওত্তে হইল । শাগরেদের তারে ছেড়ে পলাইয়া গেল ॥ কিয়ফা নামওয়ালা সরদার কাহেনের বাড়ীতে ইসাকে লইয়। যাইবার বয়ান । কিয়ফা নামেতে ছিল শকশ এক জন । কাহেনগণের ছিল সর্দার সে জন। সেই সব লোকগণে ইসাকে ধরিয়া । তাহার মকানে তারে গেলেক লইয়া। সবব সাফির আর বুজরগগণ । সেই জায়গায় জমা আছিল তখন। তবে শুন পিতর কি করিল আখের । মসীহের পিছে২ সে গেল যে ফের। আথেরেতে কিবা হয় দেথিবীর তরে । গেল সে যে সরদার কাহেনের ঘরে। পাছে সেথাকার লোকে মালুম পাইয়া । আথেরে তারেও ফের নে যায় ধরিয়া। ইহার সববে সে যে চালাকি করিয়া । বান্দাদের সাথে রহে ভিতরে যাইয়া ॥ ইসীকে মজলিশের সামনে হাজের করিবার বয়ান । সরদার কাহেন আর বুজরগগণ । ও মজলিশে যত লোক আছিল তখন। মসীহেরে তারা সবে কতল করিতে । ফেকের করিয়া থাকে গাওয়াহি টুড়িতে। বুঢ়া গাওয়াহির তরে ফেকের করিল। লেকিন তাহীও নাছি তাহারা পাইল ॥ গাওয়া দিতে ঢের আদ্‌মি সেথায় আইল । মৎলব মাফেক গাওয়া তারা নাহি দিল। আখেরে দু শকৃশ ঝটা গাওয়াহি