পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১১৬ ] এই নামে কহে । যিরিমিয়া নবী যাহা এগুনে কহিল । অএছা হওয়াতে সেই বাৎ পুরা হৈল ॥ “তাহারা যাহার দাম মুকরর করে । তাহার তিরিশ টাকা আমার উপরে। খোদার হুকুম যেই হুইল জাহের । সে হুকুম মোতাবেক ইস্রায়েলদের। নজদিক হইতে তাহ লওয়া যে হুইল । কুমারের থেত লেগে তাহা দেওয়া গেল ॥” হাকিমের সাথে ইসার বাৎ চিত করিবার বয়ান । বাদে ইসা হাকিমের সামনে খাড়া হৈল । সে হাকিম তারে এই সওয়াল করিল। তুমিই কি হও বাদৃশ এহুদি লোকের । তুমি তো কহিলা তাহা ইসা কহে ফের। লেকিন কাহেন আর বুজরগ সবে । নালিশ আনিল তার উপরেতে তবে ॥ বেফায়াদ তারা সবে নালিশ আনিল । ইসা মসী কিছু নাহি জওয়াব করিল। পীলাত কহিল তবে মসীহের তরে । ইহারা তোমার নামে যে নালিশ করে ৷ তেরা বরখেলাফে এরা তাহার কারণ ! গাওয়া গুজরাইল তুমি শুন না এখন। তউভি মসীহ নাহি জওয়াব করিল। তাহাতে হাকিম বড় তাজ্জব হইল। আর সে ইদের ওক্ত আসিত যখন । তাহাতে দস্তুর এক আছিল এমন ॥ লোকেরা বেবীকে যারে লইতে মাঙ্গিত । অঞছ কয়েদী এক থালাস পাইত ॥ বারৱা নামেতে ছিল শকশ এক জন । মাশুর কয়েদী সেই মুলুকে তখন। বেবাক লোকেরা যবে জমাওত হৈল । পীলাত তাদের তরে সওয়াল করিল। আমার নজদিকে মাঙ্গ থালাসি কাহার । বারস্ব কয়েদী বিম্বা ইসা নাম যার ॥ সবব দুষ্মনি করে তারা যে র্তাহারে । সপুরদ করেছিল তাহার