পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ०२२ ] ভুল হইতে আখের। আখেরের ভুল বুরা হইবেক ঢের ॥ কছিল পীলাত দেখ তোমাদের কাছে ৷ পাহারাওয়াল ঢের মৌজুদ আছে। তাহীদের লিয়া গিয়া মকদর ভর। চৌকি দিয়া রহ সেই শক্শের কবর। অতএব সেথ হৈতে তাহার যাইয়া। দরজার পাথরেতে মোহর করিয়া ॥ সেই কবরেতে চৌকি দিবার কারণ। বসাইয়া দিল সেথ চৌকিদারগণ ॥ --- ২৮ বীব | ইসার জেন্দা হইয়া উঠিবার বয়ান । এহ! বাদে এৎওয়ারের রোজ গুজারিলে। হণ্ডার পহেলা রোজে ফজর হইলে ॥ মগদলিনী মরিয়ম ও দোশরা মরিয়ম । কস্বর দেখিতে গেল এই দেীন জন ॥ তবে ত জমিন বড় লাগিল কঁাপিতে । সবৰ ফেরেস্তা এক আসমান হইতে ॥ সেথায় আসিয়া সেই পাথর তুলিয়া । তাছার উপরে মর্দ আছিল বসিয়া ॥ বিজলির মত তার চেহারা হবেক । পোষাক আছিল সাদা বরফ মাফেক। পাহারাওtলারা যদি তেনারে দেখিল । ডরেতে মুর্দ্দার মত তখন হইল ॥ ঔরতগণেরে তবে ফেরেস্তা ফর্ম্মায়। দহশং করিও না তোমরা সবায়। টুড়িছ যে শলিবেতে হালাকি ইসারে । এ বাং মালুম খুব আছে যে আমারে। উঠেছেন বাং মতে, হথে তিনি নেই । খাবিন্দের লেটিবার জাগ দেখ এই ॥ জলদি যাইয়া বল শাগরেদ সবেরে। কবর হইতে তিনি উঠেছে আথেরে ॥ তোমাদের আগে তিনি গালিলে যাইবে । তোমাদের সাথে র্তার মুলাকৎ হবে। তোমাদেরে দিক্ষ আমি ইহু।