পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ >२९ } শায়িরের অগ্রজ । হে পেয়ার দোস্তগণ, করি নিবেদন । গাহিতে ইসার গুণ এরাদ এখন। ইসা মসী দুনিয়ার করেন নজাং । কহিব তোমার কাছে তার যত বাৎ। কেমনে আইলা ইসা দুনিয় মাঝারে । কেমনে নজাৎ ইসা দিল ইন্‌সানেরে। সেই সব বাৎ আমি কহিব তোমারে। কিন্তু থোড়া বুদ্ধি থোদ দিল যে আমারে ॥ কম বুদ্ধি ধরি আমি কোন গুণ নাই। কেমনে সে সব কব দিলে ভাবি তাই ॥ আপনার ছাতে খোদ আদম হবারে । বানায় রীথিল এক বাগিচা মাঝারে ॥ না জানিত গুনা তারা, পাক দুই জন । হামেশা খোদার গুণ গাহিত তখন ॥ দুনিয়ার যত লোক তাদের ফর্জন । খোদার ফজদ তারা জানে সৰ্ব জন। সুখে ছিল দুই জন সুন্দর বাগানে । থোদে খোদা দেখা দিত তাদেরে সেখানে ॥ বাগিচার মাঝে ঢের ছিল গাছপালা । ফলিত সুন্দর ফল তাহতে পহেলা ॥ হুকুম করিল খোদা আদম হবারে। যত গাছ দেখ এই বাগিচা মাঝারে। বিলকুল গাছের ফল খাইবা দুজনে। কিন্তু যে দেখিছ গাছ ঐ মাঝ খানে ॥ ভাল মন্দ বুদ্ধি হয় ও ফল খাইলে । থেও না উজার ফল মরিব ছুইলে। এসব দেখিয়া দিলে শয়তান ভাবিল। আদম ও হব। যদি গুনা না করিল। পাকছৈয়া পএদ হবে যতেক ইনসান। দুনিয়াতে তবে মোর নাহি থাকে মান ॥ আদম আদ্‌মির বাপ যাতে গুনা করে। ফেকের করিয়া তা করিতে হবে মোরে। অএছা ভাবিয়া দিলে সেই দাগীদার। সাপ সাজি দেখা দিল বাগিচা মাঝার ॥ হবা বিবি এক ছিল বসিয়া বাগানে। লক্ লক্ করি সাপ গেল সেই খানে ॥ মিঠা বাতে তবে সাপ তাহারে কছিল। বাগিচাতে নানা গাছ খোদ