পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরাম প্রসাদ সেনও যে একজন প্রকৃত কবি, একৃথ বুর্কিরার জন্য বড়, অধিক প্রয়াসের প্রয়োজনু করে না । কেবলমাত্র তাহীর পদাবলীর প্রতিই দৃষ্টিপাত ক্লরিলে চলিতে পারে। যখন আমরা দেখি, তাহার পদবলীর ভিতর দিয়া ভক্তির স্রোতঃ কেমন খর প্রবাহে চলিয়ছে, যখন আমরা দেখি, তাহার পদাবলী এই অবিশ্রান্তচুঃখময় সংসার’ হইতে তুলিয়া লইয়া কেমনু অল্পে অল্পে শামাদিগকে নিখিল ঐশ্বৰ্যময়ী জগন্মাত মৃগী শ্বরীর অনন্ত-আনন্দময় সহাসিংহাসনের দিকে লইয়ু বাইতেছে, তখন আমাদিগের খদয় যেন আপন আপনি এই কথাটি বলিয়া উঠে, রামপ্রসাদ ! তুমিও একজন যথার্থ কবি । বর্তমান পুস্তক কয়খানি সেই মহামনস্বী রামপ্রসাদেরই বিরচিত। সুতরাং একজন প্রকৃত কবির কয়খনি কাবু হাল্লাইয়া, চিরছুঃখী বঙ্গবাসী সেই সঙ্গে স্বীয় দুঃখদায়ূনর কয়টি প্রধান সম্বল কেনই বা হাৱাইবে ? এইরূপ চিন্তা—এইরূপ উদ্বেগও আমাদিগের এই পুস্তক কয়খানি প্রকাশ করিবার জন্যতম কারণ ।