পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিরঞ্জন মালিনীর পুষ্পচয়ন ও হাটে গমন । সুন্দর চলিয়। গেল। মালিনীনিলয় । পরম কৌতুকে রাম খেলে পুষ্পচয় ॥ হোলে বক চম্পক কস্ত রী সেফালিকা । জাতি জুতি গন্ধরাজ মালতী মলিল ॥ শতদল স্থলপদ্ম স্বর্যমণি ফুল । কুন্দ জবা কৃষ্ণকেলি টগর বকুল ৷ কাঞ্চন মাধবীলতা শোণ সৰ্ব্বজয় । অশোক, অপরাজিত, নিশিগন্ধ কেয়া ॥ সেঁউতি গোলাব নাগকেশর সুগন্ধ । কিংশুক ধাতকি ঝিণ্টি তোলে মুচকন্দ ] তুলিল কুসুম যত ক'ত কব নাম । পাচ সাত সাঝি পুরি চলে নিজ ধাম ॥ বার দিয়া বসিল বিনোদবর পাশে । বাসন বলিতে নরে ফিক ফিক্‌ হাসে : ভাবে কবি এ মাগী বয়সে দেখি পোড় । ভাবে দেখি এপ্রকাব হয় নাই বুড় ॥ কটির কাপড় গাণ্টি কতবার খোলে । ভূজপাশ উদাস গা ভাঙ্গে চাই তোলে ॥ হেসে হেসে আরো এসে ঘনায় নিকটে কি জানি কপালে মোর কোন থান ঘটে ৷ কামাতুর হইলে চৈতন্য থাকে কাবু। বিশেষত নীচজাতি নীচ ব্যবহার ॥