পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসুন্দর। 8X) মালিনীর প্রতি বিদ্যার অনুনুয়। যথোচিত মনোভঙ্গ, দু:খানলে দ্বহে অঙ্গ, হীরাবতী ভবনে চুলিল । কুকবি সুন্দরবরে, পাদু দিয়া ঢোকে ঘরে, অনশনে রজনী বঞ্চিল ॥ কুহুরে কোকিলকুল, ফুটে বনে নানা ফুল,

  • তুলি গাথে মনোহর মালা ।

•ণপতি-নন্দিলী যথা, লঘুগতি চলে স্থা, বলে ল ও নৃপতির বtল ॥" রাণি হার পরিচার, করে করে ধরি তাং, বলে বিদ্যা বচন মধুৰ । কন্যা প্রতি কর কেfপ, বুড়ী ন ও বুদ্ধিলোপ, মমতা সকল গেল দূর ॥ অ}দ্যোপান্ত এই ধারা, ক্রোধে শুই জ্ঞানাহারণ, ক্ষণেক সে ভাব নাছি থাকে । .অন্যকে ভরান পিতা, ততোধিক ఇt="+1, • ভাননা গে৷ তুমি কি স্বtমাকে ॥ ফছত্র মাথার কিরা, ওগো চার চাও ফিরা; বুক চির হৃদে থুষ্ট তোরে । যে কাঁহ সে কথা মান, পুরুষরতন আন, দুঃথে পরিত্রাণ কর মোরে ৷ ইৗর কহে কফ্রি ছল, ভাল পাইলাম ফল, বাকি বল আর কিব৷ আছে ।