পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসুন্দর। বিদ্যার উৎকণ্ঠাবস্থায় সুন্দরের দর্শন। ধন্য সে যামিনী মধু, কুহুরে কোকিলবধু, পুবিধু উদয় গগনে। নন্ত মধুকরবৃন্দ, ফুলে পিয়ে মকরণ, মুখগ্নিত কুমুম্বকাননে ॥ গগণেতে মেঘ দেখি, • আনন্দ-অপার শিথী, মনা মন্দ মলয় সমীর । সুচারু কুসুম স্ত্ৰাণ, স্বরশরে দহে প্রাণ, বিদ্যা বিনোদিনী নহে স্থির ॥ রসমই কহে সই, কহ সে নাগর কই, তাহা বই মনে নাহি ভায় । নাহি সুখ একটুঞ্চ, মহাদুঃখ ফাটে বুক, প্রায় বুঝি মোর প্রাণ যায় ॥ এই যুক্তি করে বসি, শরদ-পূর্ণিমা-শশী, হেনকালে ৬পস্থিত কবি । রূপ তুল্য বটে নাম, মহাকবি গুণধাম, প্রচও প্রতাপে যেন রবি ॥ সঞ্চসর্থী-সম্বলিত, চন্দ্রমুখী চমকিত, নিরর্থই চঞ্চল নয়নে । কিঙ্করী শ্ৰেীগায় বারি, পদযুগ ধৌত করি, বসিল। রতন-সিংহাসনে ॥ ५नश्द्ध मशंकूट, * পুৰ্ব্বাপর শুদ্ধমুঠ, কৃত্তিবাস তুল্য কীৰ্ত্তি কই। Q位